২০২৫-এ ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন এই ৫ প্লেয়ার, শীর্ষে টিম ইন্ডিয়ার ব্যাটার

Top 5 Run Scorer 2025 Indian cricketer on top

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 একেবারে শেষ প্রান্তে। আর দুটো দিন পরই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। তবে তার আগে যদি একবার পেছনে ফিরে দেখা যায় তবে জানা যাবে, এ বছর বিশ্বক্রিকেটে ব্যাট হাতে রান হয়েছে অনেক। বহু ক্রিকেটার নানান টুর্নামেন্ট মিলিয়ে ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন। তবে যদি বছরের শেষে হিসেব করতে বসা হয় সেক্ষেত্রে দেখা যাবে এবছর ব্যাট হাতে সবচেয়ে বেশি রান পেয়েছেন বিশ্বের 5 ক্রিকেটার (Top 5 Run Scorer 2025)। সবচেয়ে মজার বিষয়, সেই তালিকায় একেবারে প্রথম স্থানে নাম রয়েছে ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের।

2025 এ সবচেয়ে বেশি রান করেছেন এই 5 ক্রিকেটার

শুভমন গিল

সম্প্রতি চোটের কারণে জাতীয় দলের কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া এসবই সহ্য করতে হয়েছে শুভমন গিলকে। কিন্তু তা হলেও, চলতি বছর ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন তিনিই। হ্যাঁ, বিশ্বের প্রথম 5 ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন গিল। এবছর 35টি ম্যাচে অংশ নিয়ে 42 ইনিংসে 1764 রান করেছেন শুভমন। এই আসরে রয়েছে 7টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরিও।

শাই হোপ

ব্যাট হাতে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান পাওয়া প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শাই হোপ। এই বিদেশি খেলোয়াড় 2025 এ 50টি ইনিংস মিলিয়ে 1760 রান করেছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে হোপের ব্যাট থেকে 5টি সেঞ্চুরি এবং 9টি হাফ সেঞ্চুরি পেয়েছিল তার দল।

অবশ্যই পড়ুন: আরাবল্লী নিয়ে নিজের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

জো রুট

চলতি বছর ব্যাট হাতে সবচেয়ে বেশি রানকারী ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান তথা টেস্টের ধুরন্ধর হিসেবে পরিচিত জো রুট। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার এ বছর 33টি ইনিংসে অংশ নিয়ে 1631 রান করেছেন। সেই সাথে রয়েছে সাতটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি।

ব্রায়ান বোনেট

এবছর সবচেয়ে বেশি রানকারী ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ব্রায়ান বোনেট। এবছর 29টি ম্যাচের 46 ইনিংসে অংশ নিয়ে 1585 রান করেছেন এই খেলোয়াড়। সেই সাথে রয়েছে তিনটি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরিও।

অবশ্যই পড়ুন: চলছে না আমার কলকাতা মেট্রো অ্যাপ, কেন কাটা যাচ্ছে না টিকিট? কারণ জানাল কর্তৃপক্ষ

পাকিস্তানের সলমান আলি

2025 সালে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমান আলি আঘা। এই খেলোয়াড় এবছর 56 ম্যাচের 58টি ইনিংসে অংশ নিয়ে 1569 রান করেছেন। যদিও গত এশিয়া কাপে তাঁর ব্যর্থতা চোখ এড়ায়নি ভক্তদের।

Leave a Comment