সহেলি মিত্র, কলকাতা: কম খরচে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সেরা মাধ্যম রেল (Indian Railways)। সর্বসাধারণের কথা মাথায় রেখে, ভারতীয় রেল কর্তৃপক্ষ টিকিট দাম রেখেছে যৎসামান্য। স্বল্প দূরত্ব যাত্রার জন্য রয়েছে পাঁচ টাকা দামের টিকিট। তাছাড়া যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে রেল। তবুও, কিছু যাত্রী রয়েছে যারা বিনা টিকিটে রেল যাত্রা করার ঝুঁকি নিয়ে থাকেন। টিকিট ছাড়া ট্রেনে উঠে এবার ধরা পড়লেন ৪০০ জন যাত্রী।
উৎসবের মরসুমে টিকিট ছাড়া ধরা পড়লেন বহু যাত্রী
রেলের এক অভিযানে বিনা টিকিটে ভ্রমণরত চারশোজন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে সম্প্রতি। রেলের তরফে এই অভিযান চালানো হয়েছিল খড়্গপুর-হাওড়া, খড়্গপুর-ভুবনেশ্বর এবং খড়্গপুর-টাটা, এই তিন শাখায়। মাত্র তিনটি শাখায় অভিযান চালিয়েই প্রায় চারশোজন যাত্রীকে ধরা হয়, আদায় করা হয় জরিমানা। সংবাদ মাধ্যমে প্রকাশ, জরিমানা বাবদ তাঁদের কাছ থেকে আড়াই লক্ষ টাকারও বেশি আদায় করা হয়েছে।
আরও পড়ুনঃ দুয়ারে দার্জিলিং, ঠান্ডায় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা! কনকনে শীতে কাবু মানুষ
বিরাট অভিযান রেলের
আরও জানা গিয়েছে, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, হাওড়া-এরনাকুলাম অন্ত্যোদ্বয় এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস, বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনে অভিযান চালানো হয়। এ দিন রেলের আধিকারিকরা তিনটি শাখাতেই একসঙ্গে অভিযান চালানো হয়েছিল। জনশতাব্দী, গীতাঞ্জলি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনেও বিনা টিকিটের যাত্রী ধরা পড়ার ঘটনা যে খুব একটা স্বস্তির নয় সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ যাত্রী সুরক্ষার্থে বড় পদক্ষেপ রেলের, হাওড়ারগামী ট্রেনে যুক্ত হল LHB কোচ
প্রত্যেক যাত্রী যাতে টিকিট কেটে ট্রেনে ওঠেন সে ব্যাপারে রেলের পক্ষ থেকে বারংবার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তারপরেও যে অনেকের টনক নড়েনি সেটা এই খবর থেকেই স্পষ্ট। শীতের মরশুমে এখন দূরপাল্লার ট্রেনে ভিড় বেড়েছে যাত্রীদের, কেউ যাচ্ছে নিজের পছন্দের জায়গায় ঘুরতে, তো কেউ বাড়ি ফিরছেন শীতের ছুটিতে। সফরকালীন যাত্রীদের যাতে কোনরূপ সমস্যার সম্মুখীন না হতে হয়, সে জন্য বারংবার অভিযান চালাচ্ছে রেল। কারণ, একাধিক ক্ষেত্রে অভিযোগ, বিনা টিকিটের যাত্রীদের কারণে সমস্যায় ভুগতে হয় টিকিট কেটে সফর করা যাত্রীদের।