কনকনে শীতের মাঝেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতা: এবং ঠান্ডা আবহাওয়ায় রীতিমতো কাহিল অবস্থা বাংলার মানুষের। এদিকে বছর শুরু হতে মাত্র একটা দিন বাকি। ভাবছেন নতুন বছরে শীত কমবে? সে গুড়ে বালি। বরং আরও তীব্র হবে ঠান্ডা। এমনিতেই এখন জেলায় জেলায় ঘন কুয়াশার দেখা মিলছে। রোদ ওঠেনি। তাই স্যাঁতসেঁতে ঠান্ডা রাজ্য জুড়ে। আজ মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ জুড়ে শীত ও কুয়াশার দাপট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যের সর্বত্রই সকালের দিকে ঠান্ডা অনুভূত হয়েছে, সঙ্গে কুয়াশার প্রকোপ বহু জেলায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। যাইহোক, আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজকেও শীতের তীব্রতা থাকবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া অন্যান্য জেলা যেমন হাওড়া কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতায় কুয়াশার দৃশ্যমানতা নেমে আসবে মাত্র ৫০–২০০ মিটার পর্যন্ত।  যেখানে রাস্তায় চলাফেরা করা থেকে শুরু করে যানবাহন চালানোর ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশার চাদর পুরু থাকার কারণে রাজ্যের কোন কোন অংশে সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে, বেলা বাড়ালে দু এক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের অল্প কিছু স্থানে সূর্যের মুখ দেখা যেতে পারে। ভোর ও সকালের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে  বিরাট ঠান্ডা থাকতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা ছেয়ে রয়েছে, যেখানে দৃশ্যমানতা নেমে এসেছে ২০০–১০০০ মিটার-এর মধ্যে।

আরও পড়ুন: ভরণী নক্ষত্রে বিয়ের সুযোগ আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩০ ডিসেম্বর

এদিকে ২০২৬ সালের জানুয়ারি মাসের ২ তারিখ সকাল পর্যন্ত কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, বছরের শুরুতে সিকিম, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি তল্লাটে বরফও পড়তে পারে। যদিও মোটের ওপর দক্ষিণবঙ্গ শুকনোই থাকবে বলে খবর। এর পাশাপাশি আবার বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

Leave a Comment