বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর মিনি নিলামে দেদার টাকা উড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 64 কোটি 30 লাখ টাকা হাতে রেখে যাকে পেরেছে তাকেই কিনেছে শাহরুখ খানের দল। নতুন সিজনের আগে যেসব ফাঁকফোকর ভরার দরকার ছিল সেসব ভোরে নিয়েছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। তবে প্রশ্ন থেকে যায়, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কে হবেন কলকাতা নাইট রাইডার্স দলের উইকেট কিপার? বোধহয় এই প্রশ্নের উত্তর মিলবে নাইট শিবিরের অন্দরেই। সব ঠিক থাকলে হয়তো কলকাতার হয়ে কিপিং করতেও দেখা যেতে পারে KKR-র ঘরের ছেলেকে।
KKR এর ঘরের ছেলেই হতে পারেন উইকেটকিপার!
গত নভেম্বরে রিটেনশন তালিকা প্রকাশ করার পাশাপাশি কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ এবং লুভনিথ সিসোদিয়া তিন উইকেটকিপারকেই ছেড়ে দিয়েছে KKR। যার জেরে নাইটদের সবচেয়ে বড় চিন্তা হয়ে উঠেছিল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে দক্ষ উইকেট কিপারের শূন্যস্থান ভরাট করা। যদিও নিলাম থেকে সেটা করে ফেলেছে কলকাতা।
কোটি কোটি টাকা উড়িয়ে একাধিক নামি খেলোয়াড়কে কেনার পাশাপাশি উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকায় খেলানোর জন্য দলে নেওয়া হয়েছে ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং স্বদেশী তেজস্বী সিংকে। IPL 2026 এ উইকেটের পেছনে এই তিনজনের উপরই ভরসা রাখবে কলকাতা সেটাই স্বাভাবিক। তবে এবার উইকেট কিপারের দৌড়ে এগিয়ে রয়েছেন কলকাতার ঘরের ছেলে অঙ্গকৃষ রঘুবংশীও।
অবশ্যই পড়ুন: কনকনে শীতের মাঝেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?
KKR এর নয়নের মণি, পুরনো সঙ্গী-মুম্বইয়ের এই ক্রিকেটারকে নাকি এবার একেবারে হাতে করে তৈরি করছে কলকাতা নাইট রাইডার্স। বলাই বাহুল্য, সদ্য বিজয় হাজারেতে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠেছিলেন তিনি। মুম্বই বনাম ছত্রিশগড় ম্যাচে 68 রান করার পাশাপাশি এর আগে উইকেটকিপিংও করেন এই নাইট তারকা। ফলত প্রশ্ন উঠছে, তাহলে কি এবার কলকাতাতেও উইকেট কিপারের ভূমিকায় দেখা যাবে এই ভারতীয় খেলোয়াড়কে?
অবশ্যই পড়ুন: ১ লাখ হয়েছে ৬.৩২ লাখ, ৭৬ টাকার এই স্টকে বিনিয়োগ করে অভাব দূর হয়েছে ইনভেস্টরদের!
এ নিয়ে কী বলছেন অঙ্গকৃষ? কলকাতা নাইট রাইডার্স দলে উইকেট কিপিং করতে চান কিনা এমনটা জিজ্ঞেস করা হলে স্বদেশী ক্রিকেটার একেবারে খোলাখুলি জানান, “উইকেট কিপিং বিষয়টা আমি খুব উপভোগ করি। কাজটা কঠিন তবে এতে মনে হয় সব সময় আমি ম্যাচেই রয়েছি। কলকাতায় উইকেট কিপিং করব কিনা সেটা জানা যাবে খুব তাড়াতাড়ি।” ভারতীয় ক্রিকেটারের তরফে এমন বক্তব্য এলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো পেশাদার টুর্নামেন্টে অনভিজ্ঞ উইকেট কিপারকে আদৌ KKR খেলাবে কিনা তা নিয়া আপাতত সংশয়ে রয়েছে অনেকেরই।