প্রয়াত খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বাংলাদেশে শোকের ছায়া

Khaleda Zia Death

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরেই বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা শোচনীয় ছিল। জানা যাচ্ছে, ঢাকার আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

প্রয়াত খালেদা জিয়া

বলে রাখি, কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি বহুদিন ধরেই। গত মাসের ২৩ তারিখ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ফুসফুসের সময় এবং নিউমোনিয়া ধরা পরে। এমনকি বয়সজনিত রোগের ফলে একটির চিকিৎসা করতে গেলে আরেকটি রোগ প্রভাব ফেলছিল। কিডনির কার্যকারিতা ছিল না বললেই চলে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এমনকি তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নিয়মিত চলছিল ডায়ালিসিস।

এদিকে কিছুদিন হল, খালেদা পত্র তারেক রহমান দেশে ফিরেছেন। সোমবারও হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলেন তিনি। এমনকি বিএনপি দফতরের সামনে মায়ের আরোগ্য কামনার প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছিলেন খালেদা পুত্র। তবে শেষ রক্ষা হল না। চলতি বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এবারও এয়ার এম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ঝুঁকি নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ কনকনে শীতের মাঝেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

কে এই খালেদা জিয়া?

বলে রাখি, বাংলাদেশের বিশিষ্ট নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি এর গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এমনকি ১৯৯১ সালে ওপার বাংলার প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মুকুট অর্জন করেন তিনি। দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, এবং দ্বিতীয়বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তবে ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড হয় তাঁর।

Leave a Comment