ট্রেনের রিজার্ভেশনের সময় ও নিয়মে ফের পরিবর্তন করল IRCTC, জানুন নতুন টাইমিং

IRCTC New Rules

সহেলি মিত্র, কলকাতা: ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে ফের বড় বদল ঘটাল IRCTC। ২৯শে ডিসেম্বর থেকে নতুন নিয়ম লাগু (IRCTC New Rules) হয়েছে। নিয়ম অনুযায়ী, আধার-লিঙ্কযুক্ত আধার ছাড়া আইআরসিটিসি ব্যবহারকারীরা সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। এই নিয়মটি শুধুমাত্র প্রথম দিনের সংরক্ষিত ট্রেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রেন ছাড়ার তারিখের ৬০ দিন আগে সংরক্ষিত টিকিট বুকিং শুরু হয়।

টিকিট বুকিংয়ের নিয়মে ফের বড় বদল

জানা গিয়েছে, রেলওয়ে এই নিয়মটি তিনটি ধাপে বাস্তবায়ন করছে। প্রথম ধাপটি ইতিমধ্যেই আজ কার্যকর করা হয়েছে। দ্বিতীয় ধাপটি ৫ জানুয়ারি থেকে এবং তৃতীয় ধাপটি ১২ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ২৯ ডিসেম্বরের পর এবার আগামী ৫ জানুয়ারি থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বুকিং নিষিদ্ধ থাকবে।এদিকে ১২ জানুয়ারি থেকে, এই ধরনের আধারহীন ব্যবহারকারীদের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুক করা হবে না। এর লক্ষ্য হলো দিনে সর্বাধিক সংখ্যক যাত্রীকে অনলাইনে টিকিট বুক করার সুযোগ দেওয়া এবং ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বুকিং রোধ করা।

আরও পড়ুনঃ প্রয়াত খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বাংলাদেশে শোকের ছায়া

কেন এই নিয়ম চালু করা হয়েছিল?

দালাল এবং প্রতারণামূলক সফটওয়্যার দমন করা। এর ফলে সাধারণ যাত্রীদের জন্য উদ্বোধনী দিনে নিশ্চিত টিকিট পাওয়া সহজ হবে। এজেন্টরা আর প্রথম চার ঘন্টা টিকিট বুক করতে পারবেন না। সাধারণ ব্যবহারকারীরা বুকিং বিকল্পগুলিতে সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুনঃ কনকনে শীতের মাঝেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

টিকিট বুকিংয়ের সময় আধার কীভাবে কাজ করবে?

আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি অবশ্যই আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। বুকিং করার সময় আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি প্রবেশ করার পরেই আপনার টিকিট নিশ্চিত হবে। আধার লিঙ্কযুক্ত আধার ছাড়া ব্যবহারকারীরা প্রথম চার ঘন্টার মধ্যে (উইন্ডো খোলার) টিকিট বুক করতে পারবেন না। তারা কেবল তার পরে টিকিট বুক করতে পারবেন। বর্তমানে, অন্য কোনও বিকল্প উপলব্ধ নেই।

Leave a Comment