বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান ভোলার মতো নয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বেই 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। 140 কোটি ভারতীয়র নয়নের মণি তিনি। তরুণ সমাজের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা। সেই ক্যাপ্টেন কুলের গাড়িতেই পাওয়া গেল সিগারেটের প্যাকেট! হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ধোনির গাড়িতে একটি সিগারেটের বাক্স লক্ষ্য করা যাচ্ছে। তাতে একপ্রকার হইহই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠছে, তাহলে কি লুকিয়ে ধূমপানও করেন মাহি?
ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা
কিছুদিন আগেই বলিউডের ভাইজান সলমান খানের জন্মদিন পার্টিতে বসেছিল চাঁদের হাট। বলি দুনিয়া থেকে শুরু করে ক্রীড়া জগতের বহু নামজাদা তারকারা পৌঁছেছিলেন সাল্লুর বাসভবনে। সেখানেই সস্ত্রীক হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিও। এদিন স্ত্রীকে নিয়ে সলমানের বাড়িতে ঢোকার সময় মাহির গাড়ি ঘিরে ধরেছিলেন পাপারাজ্জিরা। ঠিক সেই সময়ে ক্যামেরার লেন্সে উঠে আসে এক অবাক করা দৃশ্য।
অবশ্যই পড়ুন: বাংলায় এলেও করছেন না কোনও জনসভা, দেখুন অমিত শাহের কর্মসূচি
সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভাইজানের বাড়িতে ঢুকছেন মহেন্দ্র সিং ধোনি। গাড়ির সামনের বাঁদিকের সিটে বসে রয়েছেন মাহি। পেছনে ধোনির এক পরিচিত ব্যক্তির সাথে বসে মুচকি হাসছেন স্ত্রী সাক্সি। এমন সময় ভিডিওতে উঠে এল এক আশ্চর্যজনক বস্তু। মাহির গাড়িতে সিগারেটের প্যাকেট। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, পেছনের সিটের হ্যান্ড রেস্টের উপর রাখা হয়েছে একটি সাদা সিগারেটের প্যাকেট। যা দেখে একেবারে অবাক নেট দুনিয়ার মানুষজন।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: ট্রেনের রিজার্ভেশনের সময় ও নিয়মে ফের পরিবর্তন করল IRCTC, জানুন নতুন টাইমিং
ধূমপান করেন মাহি?
ভাইরাল ভিডিও দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেট নাগরিকরা। নেট নাগরিকদের একটা বড় অংশের প্রশ্ন, সত্যিই কি ধূমপান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক? এ নিয়ে অবশ্য মাহি ভক্তদের একাংশ বলছেন, গাড়িতে সিগারেটের প্যাকেট আছে মানেই যে সেটা মাহির এমনটা ভাবার দরকার নেই। যদিও ধোনির গাড়িতে সিগারেটের প্যাকেট নিয়ে বিতর্কে নতুন মাত্রা জুড়েছে পুরনো বেশ কিছু ভিডিও। বলাই বাহুল্য, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে ধোনিকে হুঁকো টানতে দেখা গিয়েছিল। নেট মহলের অনেকেরই মত, হয়তো ছুটির দিনগুলিতে বা অকেশনে ধূমপান করে থাকেন ধোনি। যদিও এই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি।