বিয়ের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা অভিনেত্রী নন্দিনীর, টলিউডে শোকের ছায়া

nandini cm

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। মাত্র ২৬ বছরেই প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী। কন্নড় ও তামিল টিভি অভিনেত্রী নন্দিনী সিএম (Nandini CM) বেঙ্গালুরুতে তার বাড়িতে আত্মহত্যা করেছেন বলে খবর। এদিকে স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এহেন আকস্মিক আত্মহত্যার খবর সকলকে হতবাক ও উদ্বিগ্ন করে তুলেছে। কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য অভিনেত্রী এরকম চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন, উঠছে প্রশ্ন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নন্দিনী মৃত্যুর আগে অভিযোগ করেছিলেন যে তার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। নন্দিনীর প্রথম থেকেই এখনই বিয়ে করার ইচ্ছা ছিল না। তবে অভিনেত্রীর বাবা-মায়ের বিয়ের জন্য ক্রমাগত চাপ তাকে গভীরভাবে বিষণ্ণ করে তুলেছিল। সম্প্রতি তিনি যেন ডিপ্রেশনে চলে গিয়েছিলেন বলে খবর।

নন্দিনীর মৃত্যু তার ভক্ত এবং সহকর্মীদের গভীরভাবে মর্মাহত করেছে। যদিও পুলিশ এখনও তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে শোনা যাচ্ছে যে নন্দিনী তামিল ধারাবাহিক “গৌরী”-তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিরিয়াল তাঁকে খুব অল্প দিনের মধ্যেই সকলের ঘরে ঘরে দারুণ পরিচিতি এনে দিয়েছিল।

আরও পড়ুনঃ ট্রেনের রিজার্ভেশনের সময় ও নিয়মে ফের পরিবর্তন করল IRCTC, জানুন নতুন টাইমিং

শেষ অভিনয় করেছিলেন ‘গৌরি’-তে

এখন, নন্দিনীর মৃত্যুর খবর কেবল টিভি ইন্ডাস্ট্রিকেই নয়, সকলকেই বিধ্বস্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে সকলেই অভিনেত্রীকে স্মরণ করছেন। নন্দিনীর মৃত্যুও অনেক প্রশ্ন তুলেছে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তে কী বেরিয়ে আসে তা দেখার বিষয়। উল্লেখ্য, এটা লক্ষণীয় যে তামিল ধারাবাহিক “গৌরী” তে নন্দিনীর চরিত্রটি দর্শকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। দর্শকরা শোতে তার ভূমিকা এবং অভিনয় পছন্দ করেছিলেন, কিন্তু এখন অভিনেত্রী আর নেই, এবং সবাই তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন।

Leave a Comment