জলের সমস্যায় নাজেহাল আসানসোলবাসী! মমতার সফরের আগে ভোট বয়কটের ডাক

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ শুরু হতে বাকি আর মাত্র দিন দুয়েক। এরপর আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। যদিও এখনও নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এদিকে ভোটের মেজাজ বুঝে জেলায় জেলায় রাজনৈতিক সফর শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ায় মেগা জনসভা হওয়ার কথা রয়েছে তাঁর। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বিকেলেই কলকাতা ফিরে আসবেন মমতা। কিন্তু জেলা সফর শুরু আগেই আসানসোলে (Asansol) ভোট বয়কটের ডাক দিল স্থানীয়রা। সমস্যা সমাধান না হলে হবে তুমুল বিতর্ক।

জল সমস্যা নিয়ে বিক্ষোভ আসানসোলে

রিপোর্ট অনুযায়ী গত তিন মাস ধরে আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতডিহি গ্রামে বাসিন্দারা অনিয়মিত জল পাচ্ছিলেন, একদিন জল আসছে তো, তিন দিন আসছে না। ফলে পানীয় জলটুকু তাঁরা পাচ্ছেন না। এই নিয়ে বেশ কয়েকবার অভিযোগও করেছিলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই এই সমস্যার সমাধান মেলেনি। তাঁদের আরও দাবি, বাড়ির অন্যান্য কাজকর্মের জন্য এবং পানীয় জলের জোগাড় করতে দেড় থেকে দুই কিলোমিটার দূরে অন্য ওয়ার্ড থেকে জল নিয়ে আসতে হচ্ছে। তাই এবার এই পরিস্থিতিতেই বিক্ষোভ দেখালেন গ্রামের বেশ কয়েকজন বাসিন্দারা। উঠল ভোট বয়কটের স্লোগান।

আরও পড়ুনঃ ২০২৬-এ বিদ্যুতের বিলের ওপর ২.৩৩% ছাড়ের ঘোষণা রাজ্য সরকারের, জারি নির্দেশিকা

দেওয়া হলো ভোট বয়কটের ডাক

স্থানীয় বাসিন্দা আন্না মাজি জানিয়েছেন, “আমরা তিন বছর আগে পুরনিগমের হাউস কানেকশন নেওয়ার জন্য ৩ হাজার টাকা করে পুরনিগমে জমা দিয়েছি। কিন্তু তারপরও আমরা জলের কানেকশন পাইনি। বাধ্য হয়ে বেআইনিভাবে জলের কানেকশন করার চেষ্টা করছিলাম। কিন্তু পরে সেই লাইন বন্ধ করে দেওয়া হয়।” এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে আসানসোলে তুমুল বিক্ষোভ শুরু হওয়ায় প্রশাসনের কর্তারা গ্রামে এসেছিলেন। পরে প্রশাসনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি, “জল-সমস্যার স্থায়ী সমাধান যদি না হলে আগামিদিনে ভয়ঙ্কর পরিণতি হবে। ভোট বয়কট করব। সমস্ত নেতা থেকে মন্ত্রীদের আমরা হুঁশিয়ারি দিতে চাই।”

আরও পড়ুন: ‘সাহস থাকলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে লড়ুন’ অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুনের

প্রসঙ্গত, মঙ্গলবার সভা শেষ করে বিকেলের মধ্যেই কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে জেলা জুড়ে তাই তৎপরতা বেড়েছে। অন্যদিকে, গতকাল শহরে এসেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন অমিত শাহ। মঙ্গলবারও রয়েছে একাধিক কর্মসূচি। দুপুর ২টো নাগাদ বিধাননগরে একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। প্রায় দু’ঘণ্টা ধরে চলতে পারে সেই বৈঠক। এরপর বিকেল সাড়ে ৪টে থেকে আরও একটি বৈঠকে বসবেন তিনি। দুই বৈঠক শেষে ফের নিউটাউনের হোটেলে ফিরে যাবেন শাহ।

Leave a Comment