প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে বেশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তাইতো বছর শেষের আগেই তিন দিনের রাজ্য সফরে এলেন অমিত শাহ (Amit Shah)। কলকাতায় সাংবাদিক বৈঠক করে ফের একবার অনুপ্রবেশ ইস্যুকে সামনে তুলে ধরলেন শাহ। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে কার্যত অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে। তবে এবার জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হতে চলেছে রাজ্য জুড়ে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুপ্রবেশকারীদের নিয়ে খোঁচা মমতাকে
অমিত শাহ সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। তাই এই সকল অনুপ্রবেশকারীরা যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এমন মজবুত সরকার এখানে আনুন, যাঁরা এই বেআইনি কাজ পুরোপুরি বন্ধ করে দেয়। এই রাজ্য সরকার অনুপ্রবেশের সরকার।” এছাড়াও শাহ আরও বলেন, “ মমতাজি, এই সাংবাদিক বৈঠক থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, কোন সরকার আছে, যাঁরা বর্ডারে বেড়া দেএয়ার জন্য জমি দেয় না? আপনি জবাব না দিতে পারলে আমি দিচ্ছি। আমরা এর বদল করব। ২৬ এ বাংলা ভারতী জনতা পার্টি সরকার গড়বে।”
আরও পড়ুনঃ ২০২৬-এ বিদ্যুতের বিলের ওপর ২.৩৩% ছাড়ের ঘোষণা রাজ্য সরকারের, জারি নির্দেশিকা
২৬-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি!
মঙ্গলবার শাহ ২০১৪ থেকে ২০২৪ সালে বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন। তিনি জানান, “২০১৪-র ভোটে ১৭ শতাংশ ভোট, ২ টি আসন পায় বিজেপি। ২০২৬ বিধানসভায় ১০ শতাংশ, ৩ আসন। ২০১৯ লোকসভায় তা বেড়ে হয় ৪১ শতাংশ, ১৮ আসন। ২০২১-এর বিধানসভা ৩৮ শতাংশ এবং ৭৭টি আসন । ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট এবং ১২ আসন। শাহের দাবি, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।” তাঁর হুঁশিয়ারি, “ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ রোখাই নয়, যারা বেআইনিভাবে ঢুকেছে তাদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো হবে।”
আরও পড়ুন: জলের সমস্যায় নাজেহাল আসানসোলবাসী! মমতার সফরের আগে ভোট বয়কটের ডাক
এদিন রাজ্য সরকারকে নিশানা করে ‘সিন্ডিকেট’ নিয়ে খোঁচা দেন অমিত শাহ। তাঁর দাবি, “২০২৬ সালের ১৫ এপ্রিল বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।” শাহ বলেন, “কত ঘোটালা আছে এই সরকারের। মন্ত্রীদের ঘরে ঘরে টাকা পাওয়া যাচ্ছে, টাকা গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। শিল্প ক্ষেত্রে বাংলা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তা আপনার আমলে হয়েছে। বামেরা অর্ধেক শেষ করে গিয়েছিল। আপনি পুরোটা শেষ করে দিয়েছেন।” এছাড়াও ‘বঙ্গভূমি’তে সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ ঘোষণা করলেন যে ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলায় ভোট হবে।