বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জিততে জিততে হেরেছে ভারত। তাই পুরনো যন্ত্রণা বুকে নিয়েই আগামী 2 জুলাই ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে শুভমন বাহিনী।
আর তার আগেই ইংল্যান্ড দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC Punishes England)। জানা যাচ্ছে, মূলত স্লো ওভারের কারণেই এবার ইংল্যান্ডের ওপর জরিমানা বসালো ICC।
দ্বিতীয় টেস্টের আগেই জরিমানা গুণলো ইংল্যান্ড!
আসলে ভারত বনাম ইংল্যান্ড পুরুষদের টেস্ট সিরিজের মাঝেই ইংলিশ ভূমিতে চলছে দুই দেশের মহিলাদের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল সেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে ভারত এবং ইংল্যান্ড। আর তার আগেই ইংল্যান্ড মহিলা দলকে বড় ধাক্কা দিল ICC!
জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে টি-টিয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবার ইংলিশ মহিলা দলের ওপর মোটা অঙ্কের জরিমানা বসিয়েছে ICC। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে 20 ওভার বল করতে ব্যর্থ হওয়ায় এবার ইংল্যান্ডকে ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা দিতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্দেশে।
অবশ্যই পড়ুন: রোহিত, বিরাটের পর এবার অবসর নিচ্ছেন রবীন্দ্র জাদেজা! শুভেচ্ছা জানালেন বুমরাহ, পন্থ
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 97 রানে পরাস্ত করে ভারতীয় নারী বাহিনী। খোঁজ নিয়ে জানা গেল, এই ম্যাচেই ভারতের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে 20 ওভার শেষ করতে পারেনি ইংল্যান্ড। মূলত সেই কারণেই, স্লো ওভার রেটের কারনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার শাস্তির মুখে পড়তে হল ইংল্যান্ড দলকে। যদিও ইংলিশদের মহিলা দলের অধিনায়ক ICC-র এই শাস্তি মাথা পেতে নিয়েছেন। সেই সাথেই নিজেদের ভুলও স্বীকার করেছেন নাতালি সিভার।