সৌভিক মুখার্জী, কলকাতা: টানা ঘাম ঝরানোর পর মধ্যবিত্তদের বিরাট সুখবর দিল সোনা (Gold Price)। গত ১৫ দিনের মধ্যে সবথেকে সস্তা হয়েছে হলুদ ধাতুর বাজার দর। সপ্তাহের তৃতীয় দিনে অনেকটাই কমল সোনার দাম। মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন বিনিয়োগকারীদের মুখে আবারও ফুটেছে হাসি। কারণ, এক ধাক্কায় তলানিতে ঠেকেছে আজ সোনার বাজার দর। কততে বিক্রি হচ্ছে আজ এই মূল্যবান ধাতু?
তলানিতে সোনার দাম
গতকাল অর্থাৎ সোমবার অনেকটাই পতন হয়েছিল সোনার দাম। আর আজ একেবারে গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ দরপতন। লাগাতার দাম বৃদ্ধিতে স্বস্তি পেল সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা। বিশ্ববাজারে গত দু’দিন ধরেই কমছে সোনার দাম। তবে অন্যদিকে মধ্যবিত্তকে দুঃসংবাদ দিচ্ছে রুপো। কারণ, দিন যত এগোচ্ছে তত রেকর্ড মাত্রা স্পর্শ করছে রুপো।
আরও পড়ুনঃ অবসর জীবনে প্রতি মাসে মিলবে ২০,০০০ টাকা পেনশন, দুর্দান্ত প্ল্যান আনল LIC
রিপোর্ট বলছে, এশিয়ার ট্রেড স্পট ০.৪ শতাংশ থেকে কমে এবার ৪৫৩৫.৫০ টাকায় দাঁড়িয়েছে আর এই কারণে দেশের সোনার বাজারেও পড়েছে বিরাট প্রভাব। এলকেপি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট রিসার্চ এনালিস্ট কমিটি যতীন তেওয়ারি জানিয়েছেন, টেন্ডার্সদের প্রফিট বুকিং এখন অত্যন্ত জটিল হয়ে পড়েছে। সেই কারণে তলানিতে ঠেকেছে সোনার বাজার দর। অন্যদিকে সোনার দামের সঙ্গে সঙ্গে রুপোর দাম রাজনৈতিক সংঘর্ষ এবং বিশ্ব অর্থনৈতিক টানাপোড়েনের কারণে দিনের পর দিন ঊর্ধগতিতে ছুচ্ছে। হ্যাঁ, সোনার দামের সঙ্গে রুপোর দাম রীতিমতো বাড়ছে গত কয়েক মাস ধরেই। আর আন্তর্জাতিক বাজারে দাম ৩ শতাংশ বেড়ে ৭৯.৮৭ ডলার প্রতি আউন্স পৌঁছেছে।
আরও পড়ুনঃ মেসির সঙ্গে ছবি তোলায় কুমন্তব্য শুভশ্রীকে! বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত
এদিকে রুপোর দামের এই বৃদ্ধি এমন সময়ে হয়েছে, যখন সারা বছর ধরেই রেকর্ড দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কমিক্সে রুপোর দাম ৭৫ ডলার প্রতি আউন্স দাঁড়িয়েছে। আর ঘরোয়া বাজারে আড়াই লক্ষ টাকার উপরে ছুঁয়ে গেছে। সবথেকে বড় ব্যাপার, ২০০৫ সালে রুপোর দাম ১৬০% পর্যন্ত বেড়েছে। যার ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দামও দিনের পর দিন তলানিতে ঠেকছে। তবে ভবিষ্যতে সোনা, রুপোর দাম কোথায় যাবে তা এখনও পর্যন্ত অনিশ্চিত।