নিষিদ্ধ মোবাইল, মেয়েদের সালোয়ার কামিজ ও ছেলেদের কুর্তা পরার ফরমান পঞ্চায়েতের

Uttar pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ, মেয়েদেরকে পরতে হবে সালোয়ার কামিজ এবং ছেলেদেরকে কুর্তা! হ্যাঁ, বিগত শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপত জেলার পঞ্চায়েত সভায় এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে চরম বিরোধীতা। ওই সভায় স্পষ্ট জানানো হয়েছে, ১৮ বছরের কম বয়সীদেরকে স্মার্টফোন ব্যবহার এবং শর্ট ড্রেস পরা নিষিদ্ধ করতে হবে। এমনকি বিবাহের হলগুলিতে বিবাহ অনুষ্ঠানেও আপত্তি জানানো হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, গ্রাম এবং বাড়িতেই বিবাহের অনুষ্ঠান করা উচিত। আর ছেলেদের জন্য কুর্তা, পায়জামা এবং মেয়েদের জন্য সালোয়ার কামিজ পরার প্রচার করা হয়েছে।

পঞ্চায়েতের সিদ্ধান্তে সমর্থন নাকি বিরোধীতা?

আসলে পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছে। আবার অন্যদিকে বিরোধীতাও হচ্ছে। এ বিষয়ে ইতিহাসবিদ ডক্টর অমিত রায় যৌন বলেছেন, মোবাইল ফোন আজকের দিনে প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। আর এই যুগে এসে তা থেকে দূরে থাকার নির্দেশ কোনও মতেই বাস্তবসম্মত নয়। পড়াশোনা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, সবকিছুই মোবাইল ফোনের উপর নির্ভর। এটিকে নিষিদ্ধ করা আইনের আওতায় পড়ে না। আর এগুলি সরকার এবং প্রশাসনের অধিকার। পঞ্চায়েতের দায়িত্ব নয়।

আরও পড়ুনঃ মেসির সঙ্গে ছবি তোলায় কুমন্তব্য শুভশ্রীকে! বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

স্থানীয় এক নেতা বলেন, তিনি পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরোধিতা না করলেও কাউকে জোর করতে পারেন না। এমনকি শিশুদের মূল্যবোধের সাথে শিক্ষিত করা প্রয়োজন। শিশুরা যাতে কোনও খারাপ পথে পরিচালিত না হয়, তার জন্য মোবাইল ফোন নিষিদ্ধ একেবারে সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি নিয়মগুলি রাজনৈতিক দিক থেকেও সমর্থন পেয়েছে। বাগপতে রাষ্ট্রীয় লোকদল সাংসদ রাজকুমার সান ওয়াং এবং কংগ্রেস নেতা চৌধুরী সিং যশপাল জানিয়েছেন, সামাজিক মূল্যবোধ সংরক্ষণ করার জন্য সময় দরকার। এই নিয়ম প্রযোজ্য অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ দরপতন সোনার! ঘাম ছোটাচ্ছে রুপো

এদিকে থাম্বা পট্টি মেহর দেশখাপের চৌধুরী ব্রিজপাল সিং এবং সুভাষ চৌধুরী বলেছেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গ্রাম থেকে গ্রামাঞ্চলে গিয়ে সদস্যদের সাথে আলোচনা করতে হবে। সমাজের স্বার্থে এই নিয়মগুলি প্রযোজ্য করা জরুরী। মূল্যবোধ শুরু হয় ঘর থেকেই। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভারসাম্য জরুরি। আর শিশুদের সময় দেওয়া এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে চলাও গুরুত্বপূর্ণ। এখন দেখার, এই নিয়ম ঠিক কতটা প্রভাব ফেলে।

Leave a Comment