মাত্র ৪৪ টাকাতেই এক বছর সক্রিয় থাকবে সিম! দারুণ প্ল্যান Jio-র

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি রিলায়েন্স জিও ব্যবহারকারী? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, এবার মাত্র 44 টাকা খরচ করলেই আপনি টানা এক বছর জিওর সিমটিকে সক্রিয় রাখতে পারবেন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ নম্বরটি সচল রাখার জন্য ব্যয়বহুল রিচার্জ করতে বাধ্য হয়। কিন্তু আপনি যদি জিওর নম্বরে শুধুমাত্র ইনকামিং কল বা ওটিপি চান, তাহলে এমন একটি রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plan) কথা বলব, যেটি হতে পারে আপনার জন্য ধামাকাদার অপশন।

জিওর নম্বর কেন ব্লক করা হয়?

আসলে যদি কোনও জিওর সিম টানা 90 দিন ধরে রিচার্জ না করা হয়, তাহলে কোম্পানি নম্বরটিকে নিষ্ক্রিয় করে দিতে পারে বা অন্য কাউকে দিয়ে দিতে পারে। আর এই ভয়ে মানুষ অপ্রয়োজনীয় ভাবে ব্যয়বহুল রিচার্জ করে। এমনকি দরকার না পড়লেও রিচার্জ করতে হয় শুধুমাত্র ইনকামিং কল বা এসএমএস-এর জন্য।

আরও পড়ুন: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতির তকমা পেল ভারত!

মাত্র 44 টাকাতেই এক বছর সচল থাকবে সিম

আপনি যদি জিওর সিমটিকে এক বছর ধরে সক্রিয় রাখতে চান এবং শুধুমাত্র ইনকামিং কল পেতে চান, তাহলে মাত্র 44 টাকাতেই তা সম্ভব। হ্যাঁ, এর জন্য কোনও ব্যয়বহুল বেস প্ল্যানের দরকার পড়বে না। শুধুমাত্র 90 দিনের 11 টাকার ডেটা প্যাক রিচার্জ করতে হবে। আর সারা বছর ধরে 11 টাকার এই ডেটা প্যাক আপনাকে চারবার রিচার্জ করলেই মোট 44 টাকা দিয়ে আপনি নম্বরটিকে এক বছর সচল রাখতে পারবেন।

আরও পড়ুন: ‘মোল্লারা সিংহাসন ছাড়ো!’ ইরানে সরকারের বিরুদ্ধে পথে নামল জনগণ

বলে রাখি, 11 টাকার এই ডেটা প্যাকটি আপনাকে এক ঘন্টার জন্য 10GB হাই-স্পিড ইন্টারনেট দেবে। তবে এর সবথেকে বড় সুবিধা হল- এই রিচার্জটি করলে কোম্পানি বুঝবে যে আপনি সিমটি ব্যবহার করছেন। ফলে পরবর্তী 90 দিন সিমটি সচল রাখা হবে। এই সময়ের মধ্যে আপনি ইনকামিং কল এবং ওটিপি সবকিছুই পাবেন। বিশেষ করে যদি আপনি জিওর সিমটিকে সেকেন্ডারি বা অতিরিক্ত নম্বর হিসেবে ব্যবহার করেন এবং শুধুমাত্র ওটিপি বা ইনকামিং কল দরকার পড়ে, তাহলে এই অপশন হতে পারে আপনার জন্য ধামাকাধার সুযোগ।

Leave a Comment