পাক সেনা দপ্তরই হল বিয়েবাড়ি! নিজের ভাইপোর সাথে মেয়ের বিয়ে দিলেন আসিম মুনির

Asim Munir daughter’s wedding to Nephew

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোপনে নিজের ভাইপোর সাথে মেয়ের বিয়ে দিলেন পাকিস্তান সেনার সর্বেসর্বা আসিম মুনির (Asim Munir)। এক পাক সংবাদমাধ্যম সূত্রে যা খবর, গত 26 ডিসেম্বর পাকিস্তানের সেনা সদর দপ্তরে বসেছিল সেনাপ্রধান মুনিরের মেয়ের বিয়ের আসর। জানা গিয়েছে, এদিন সেনা জেনারেলের মেয়ে এবং ভাইপোর বিয়েতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীর থেকে শুরু করে পাক প্রেসিডেন্ট সহ পাকিস্তান সেনার একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অন্যান্য অফিসাররা।

নিরাপত্তার কারণে গোপনে মেয়ের বিয়ে দিলেন মুনির?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিক জাহিদ গিশকোরি একেবারে খোলাখুলি জানিয়েছেন, পাক সেনাপ্রধানের মেয়ের বিয়েতে আমন্ত্রিতদের সংখ্যা ছিল কম করে 400 জন। তবে অবাক করা বিষয়, গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। জাহিদের দাবি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি থেকে শুরু করে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ইশাক দার, আইএসএফ প্রধান থেকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং অফিসার সহ অবসরপ্রাপ্ত জেনারেল প্রাক্তন সেনা অধিনায়ক ও অন্যান্য পরিচিতরা এদিন বিয়েতে উপস্থিত ছিলেন।

অবশ্যই পড়ুন: শ্যামনগরের বইমেলায় বাংলাদেশের বই বিক্রি, বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চর

কিন্তু কেন গোপনে সম্পন্ন হল পাকিস্তান সেনাপ্রধানের মেয়ের বিয়ে? এ নিয়ে পশ্চিমের দেশের ওই সাংবাদিক জানিয়েছেন। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। যদিও এ নিয়ে মুখ খোলেননি পাকিস্তান সেনার প্রধান কর্তা আসিম মুনির। তবে নিজের ভাইপোর সাথে মেয়ের বিয়ে দেওয়ার খবরে পাক সেনাপ্রধানকে একপ্রকার কাঠগড়ায় তুলেছেন নেট মহলের অনেকেই। কেউ কেউ তো আবার পাকিস্তানিদের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন।

অবশ্যই পড়ুন: উত্তরবঙ্গ যাওয়ার টিকিট কাটা? জানুয়ারিতে পরপর বাতিল ট্রেন! তালিকা দিল রেল

উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তান সেনা সর্বাধিনায়কের সাংবিধানিক পদ পাওয়ার পরই প্রথম বক্তৃতায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন আসিম মুনির। তাঁর বক্তব্য ছিল, ফের যদি কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তবে রাওয়ালপিন্ডি এবার আরও কড়া এবং দ্রুত প্রতিক্রিয়া জানাবে। ভারত যেন কোনও রকম ভুল ধারণার মধ্যে না থাকে।

Leave a Comment