স্বপ্নে বাজছে রেডিও! শোনা যাচ্ছে ভয়েস নোট, থানায় অভিযোগ নদিয়ার ব্যক্তির

Nadia

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিদিনের ব্যস্ততার মাঝে শরীর সুস্থ রাখার জন্য এবং নীরোগ জীবনের জন্য ঘুম অত্যন্ত জরুরি। দিনে কমপক্ষে ৬-৮ ঘণ্টা ঘুম হওয়া নিতান্তই প্রয়োজন। ঘুম ঠিকমতো হলে তবেই স্বাস্থ্য ভাল থাকে, মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ে, মন-মেজাজও ফুরফুরে থাকে। কিন্তু এই ঘুমোনো নিয়েই হল যত রাজ্যের গণ্ডগোল। ঘুমোতে গেলেই নাকি হঠাৎ করে কানের সামনে রেডিও বাজছে, শুধু তাই নয় WhatsApp এর নোটিফিকেশনও ঢুকছে, এবার সেই সমস্যার সমাধান করতে থানায় অভিযোগ দায়ের করল নদীয়ার (Nadia) এক ব্যক্তি।

ঘুমের মধ্যেই বাজছে রেডিও!

রিপোর্ট মোতাবেক, নদীয়ার দত্তপুলিয়া এলাকার বাসিন্দা গৌতম পাল সাতসকালে এক সাদা কাগজে তাঁর এক অদ্ভুত অভিযোগ নিয়ে ধানতলা পুলিশ স্টেশনে আসেন। সেখানে থাকা পুলিশ অফিসাররা সেই অভিযোগ পত্র খুলে পড়তেই মাথায় হাত দিয়ে বসে থাকে। অভিযোগপত্রে লেখা ছিল অভিযোগকারী নাকি একদমই রাতে ঘুমোতে পারছেন না। ঘুমের ঘোরেই মাঝে মধ্যে রেডিও বাজছে, শুধু তাই নয় WhatsApp এর নোটিফিকেশনও ঢুকছে। এমনকি ঘুমের মধ্যেই WhatApp এর ভয়েস নোট চালু হয়ে যাচ্ছে। এদিকে চোখ খুলতেই দেখা যাচ্ছে কোথাও কিছু নেই। বেশ আজব সমস্যা নিয়ে নাকি ভুগছেন ২১৯০ দিন ধরে। তাই এই সমস্যা সমাধানের জন্য তিনি থানায় অভিযোগ করতে এসেছে।

আরও পড়ুন: ট্রেনের টিকিট বুকিংয়ে ৩% ছাড়ের ঘোষণা রেলের

বিপাকে থানার পুলিশেরা

ধানতলা থানার পুলিশ অভিযোগকারীর এই আজব অভিযোগ শুনে হাসি চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান করার উপায় পাননি। শেষে অনেক বুঝিয়ে ওই ব্যক্তিকে বাড়ি পাঠানো হয়েছে। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সকলেই মজার শুরে বলছে দেশের আইনি ব্যবস্থা রক্ষা না করে এখন পুলিশের কাজ হয়েছে সকলের সঠিক ঘুমের ব্যবস্থা করা।

Leave a Comment