সহেলি মিত্র, কলকাতাঃ লা নিনার প্রভাবে শীত কাকে বলে তা যেন হাড়ে হাড়ে জানান দিয়ে যাচ্ছে ডিসেম্বর মাস। আজ ডিসেম্বর মাসের শেষ দিন। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের সূচনা হবে। তবে তার আগেই মরসুমের শীতলতম দিনের সাক্ষী থাকল কলকাতা। বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি অংশে শীতের তীব্রতা দেখা দিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। কিন্তু এখন নিশ্চয়ই ভাবছেন আজ কলকাতার সর্বনিম্ন পারদ কততে নেমেছে? চলুন জেনে নেবেন।
১১ ডিগ্রিতে নামল কলকাতার পারদ
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের শেষ দিনে কলকাতায় মরশুমের সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম। এছাড়া আপনি যদি ভেবে থাকেন নতুন বছরের নতুন মাসে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে সেগুরে বালি। রাজ্যের উপ-হিমালয় জেলাগুলিতে সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বড় ধস! খুশির জোয়ার মধ্যবিত্তদের মনে, আজকের রেট
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দার্জিলিং জেলার উঁচু এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এও জানিয়েছে আগামী এক সপ্তাহ ধরে হিমালয়ের উপ-জেলাগুলিতে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সাময়িক দক্ষিণবঙ্গের কিছু জেলার পারদ বৃদ্ধি পেলেও ফের তাপমাত্রা নামতে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে খবর। এর ফলে দক্ষিণবঙ্গের নাগরিকরা একটানা হাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। আইএমডি তার পূর্বাভাসে জানিয়েছে, আগামী চার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ পাক সেনা দপ্তরই হল বিয়েবাড়ি! নিজের ভাইপোর সাথে মেয়ের বিয়ে দিলেন আসিম মুনির
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, জানা গেছে যে পাহাড়ি পর্যটন শহর দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী তিন দিন উপ-হিমালয় জেলা কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের সমতল ভূমি জুড়ে, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।