সৌভিক মুখার্জী, কলকাতা: রুপির অস্থিরতা নিয়ন্ত্রণ করতে এবার বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সরকারের দেওয়া একটি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর, এই দশ মাসে আরবিআই মোট ৩১.৯৮ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে (RBI Dollar Sell)। আর সবথেকে বড় ব্যাপার, গত বছর একই সময়ে রিজার্ভ ব্যাঙ্ক ২৩.০৩ বিলিয়ন ডলার কিনেছিল। সেখানে ২০২৫ সালে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল।
কেন এত ডলার বিক্রি?
আসলে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী মার্কিন ডলারের চাপ কমানো, বৈশ্বিক পুঁজির দিকে পরিবর্তনের প্রভাব কমানো এবং সুদের হারকে ঘিরে আন্তর্জাতিক অনিশ্চয়তা মোকাবিলা করা। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনও নির্দিষ্ট বিনিময়ের হার রক্ষা করবে না, বরং বাজারের ওঠানামা ঠেকাতেই হস্তক্ষেপ করবে।
এদিকে আরবিআই এর সক্রিয় পদক্ষেপ সত্ত্বেও ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে রুপির মূল্য ৩.৩ শতাংশ তলানিতে ঠেকেছে, যার তুলনায় ২০২৪ সালে একই সময়ে রুপির পতন ছিল মাত্র ২.২ শতাংশ। আর এতে স্পষ্টত উঠে আসছে যে, বাইরের চাপ এখনও পর্যন্ত ভারতীয় মুদ্রার উপর প্রভাব ফেলছে।
আরও পড়ুন: মাত্র ৪৪ টাকাতেই এক বছর সক্রিয় থাকবে সিম! দারুণ প্ল্যান Jio-র
আরবিআই-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে মোট ২০৭.৯৬ বিলিয়ন মার্কিন ডলার মার্কেটে বিক্রি করা হয়েছে। আর ২০২৪ সালের একই সময়ে সেই অংক পৌঁছেছিল ১১৪.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ, মোটামুটি ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গড় হিসাব অনুযায়ী, ২০২৫ সালের প্রতি মাসে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে ২০২৪ সালে তা ছিল ১৫.৪৫ বিলিয়ন ডলার। এ বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য অর্থনীতিবিদ বলেছেন, ২০২৫ সাল অত্যন্ত অস্থির ছিল। তাই আরবিআই এর হস্তক্ষেপ করা স্বাভাবিক। সেই কারণেই এবার ডলার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।