পুতিনের বাসভবনে ড্রোন হামলায় মুখ খোলেন মোদি, সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

Putin Residence Drone Attack Ukraine president slams India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার (Putin Residence Drone Attack) ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বন্ধুর বাড়িতে ড্রোন হামলা হয়েছে এই খবর পেতেই মোদি নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাতের অবসান চান তিনি। এও বলেন কূটনৈতিক প্রচেষ্টাতেই ফিরবে শান্তি। দুপক্ষকেই প্রধানমন্ত্রীর পরামর্শ ছিল, শান্তি বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না। সেই ঘটনার পর পরই ভারতের সমালোচনায় সরব হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভারতের বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ভারত প্রতিক্রিয়া জানাতেই অভিযোগ অস্বীকার করে ইউক্রেন। রাশিয়ার শত্রু দেশটির প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে দ্বি-প্রান্ত মনোভাবের অভিযোগ এনেছেন। তবে শুধু ভারত নয়, পুতিনের বাসভবনে হামলার ঘটনায় যে দেশগুলি সমালোচনা জানিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মুখ খুলেছে ইউক্রেন।

অবশ্যই পড়ুন: শীতে কাবু দক্ষিণবঙ্গ! বছরের শেষ দিনে রেকর্ড ঠান্ডা কলকাতায়, পারদ নামল ১১-র ঘরে

ইউক্রেনের প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, “সত্যি বলতে, এই ঘটনা বিভ্রান্তিকর এবং খারাপ যে ভারত, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ পুতিনের বাসভবনে আমাদের কথিত ড্রোন হামলার নিন্দা করেছে, যা আদতে ঘটেইনি।” জেলেনস্কির আরও দাবি, “রাশিয়া যখন আমাদের উপর অমানবিক হামলা চালিয়েছে। আমাদের শিশুদের বেছে বেছে হত্যা করেছে তখন কি ভারত সহ অন্যান্য দেশগুলি সেসব চোখে দেখেনি!”

এদিন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি সিবিহা জানান, “ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের প্রতিক্রিয়ায় কিয়েভে হতাশ এবং উদ্বিগ্ন।” এদের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে স্পষ্ট বলেন, “প্রায় একদিন কেটে গিয়েছে। এদিকে রাশিয়া এখনও পর্যন্ত পুতিনের বাসভবনে কথিত হামলার অভিযোগের কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। তারা সেই প্রমাণ দিতেও পারবে না। কারণ যে ঘটনা ঘটেনি তার প্রমাণ থাকবে কী করে!”

অবশ্যই পড়ুন: এবার ভারত-পাক সংঘাত থামানোর দাবি চিনের, প্রতিক্রিয়া জানাল ভারতও

উল্লেখ্য, রাশিয়ার তরফে জানানো হয়, গত সোমবার রাতে নভগরেড এলাকায় পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনা। জানা যায়, একসঙ্গে 91টি দূরপাল্লার ড্রোন হামলা চলেছিল রুশ প্রেসিডেন্টের বাড়িতে। যদিও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ওই হামলা রুখে দিয়েছে। তাতে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও রুশ প্রশাসনের এই অভিযোগ একেবারেই মানতে চাইছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

Leave a Comment