ভারতের সবথেকে স্বচ্ছ শহর ইনদওরে পুরসভার জল খেয়ে অসুস্থ শতাধিক, মৃত্যু ৭ জনের

Madhya Pradesh

প্রীতি পোদ্দার, কলকাতা: মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে! পুরসভার সাপ্লাই করা জল পান করে অসুস্থ শতাধিক। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, দূষিত পানীয় জল পান করেই হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শহরের শতাধিক বাসিন্দা। আর এই মর্মান্তিক ঘটনার মধ্যেই অন্তত আট জনের মৃত্যুর অভিযোগ সামনে উঠে এসেছে। কিন্তু প্রশাসন তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছে।

পুরসভার জল খেয়ে অসুস্থ শতাধিক

রিপোর্ট মোতাবেক, মধ্যপ্রদেশের ইনদওরে বিগত কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছে যে ভগীরথপুরায় পুরসভার পানীয় জল খেয়ে একজন নয়, দু’জন নন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। এই নিয়ে গত ২৫ ডিসেম্বর, স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছে যে জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে অনেকে। কিন্তু সেই অভিযোগ শোনার পরেও পুরসভা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। শেষে যখন এই জল পান করে অনেকের মৃত্যু হয়েছে তখন ইনদওরে পর পর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষে বাধ্য হয়ে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে এক জোনাল অফিসার এবং এক সহকারী ইঞ্জিনিয়ারকে নিলম্বিত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক সাব ইঞ্জিনিয়রকেও।

কী কারণে এই দূষণ?

পানীয় জল দূষণ নিয়ে অস্বস্তির মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের সরকার। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা। কিন্তু কী ভাবে এই দূষণ ছড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু পুরকমিশনার দিলীপ কুমার যাদব একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ভগীরথপুরায় পুরসভার দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। সেটির উপরে একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। হয়ত সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে। তবে এখনও এর কোনো সঠিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: পিছোল CBSE দশম-দ্বাদশের পরীক্ষার দিন! দেখে নিন নয়া সূচি

মধ্যপ্রদেশের পুরসভায় পানীয় জল দূষিত কাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ময়দানে নেমেছে। প্রায় ১২ হাজার মানুষের মধ্যে ১,১৪৬ জনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ইতিমধ্যে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অন্যদিকে ১১১ জন বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ১৪ জনকে হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। অন্তত আট জনের মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মৃতদের পরিবারদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এছাড়াও অসুস্থদের চিকিৎসার যাবতীয় খরচও সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment