২০২৫-এ T20-তে সর্বাধিক উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড গুঁড়িয়ে দিলেন নাইট তারকা

Ex KKR Star Record he breaks Rashid Khans old record in T20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে তৈরি হলো নতুন রেকর্ড। গোটা একটা বছরে সর্বাধিক উইকেট নিয়ে আফগানিস্তানের তারকার স্পিনার রশিদ খানের রেকর্ড ভেঙে দিলেন নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার (Ex KKR Star Record)। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক 2025 এ সর্বসাকুল্যে 69টি টি-টোয়েন্টি খেলেছেন। সেই আসরে উইকেট ভেঙেছেন 97টি। আর তা দিয়েই 20 ওভারের ক্রিকেটে ইতিহাস গড়লেন এই খেলোয়াড়।

রশিদের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হোল্ডার

এ বছর ওয়েস্ট ইন্ডিজ দলের পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সহ পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড পেট্রিয়টসের হয়ে খেলেছেন হোল্ডার। সেই সূত্রেই নিজের কেরিয়ারে রানের পাশাপাশি জুড়েছেন একাধিক উইকেট।

না বললেই নয়, চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সমস্ত ধরনের 20 ওভারের টুর্নামেন্ট মিলিয়ে 97টি উইকেট ভেঙেছেন ক্যারিবিয়ান তারকা। সেই সূত্রেই এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্লেয়ার হয়ে উঠেছেন তিনি। বলাই বাহুল্য, এর আগে 2018 সালে সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মোট 96টি উইকেট তুলেছিলেন আফগানিস্তানের রশিদ খান। হোল্ডারের থেকে কম ম্যাচ অর্থাৎ 61 ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তবে বছরে 97 উইকেট তুলে রশিদের সেই রেকর্ড ভাঙলেন নাইট রাইডার্স তারকা।এমএম।

অবশ্যই পড়ুন: নিউ ইয়ারে হামলার ছক? রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করল পুলিশ

বলে রাখি, এ বছর ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে 23 ম্যাচে অংশ নিয়ে 31টি উইকেট ভেঙেছেন হোল্ডার। এরপর আবুধাবি নাইট রাইডার্স দলের হয়ে 18 ম্যাচ খেলে 29টি উইকেট তুলেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজ দলের হয়ে 10 ম্যাচে অংশ নিয়ে 13টি উইকেট, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের হয়ে 8 ম্যাচে 9 উইকেট এবং ইসলামাবাদের দলের হয়ে 8 ম্যাচে অংশ নিয়ে 15 উইকেট ভেঙেছেন এই ডানহাতি পেসার অলরাউন্ডার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দু ম্যাচ খেলেও পাতায় উইকেটযোগ করতে পারেননি তিনি। কিন্তু তা হলেও বড় রেকর্ড গড়ে ফেললেন জেসন।

অবশ্যই পড়ুন: কন্যা সন্তানের জন্মে ৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজশ্রী প্রকল্প আবেদন কীভাবে?

অনেকেই বলছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এবছর সহজেই 100 উইকেট সম্পূর্ণ করতে পারতেন ওয়েস্ট ইন্ডিজ দলের যোগ্য তারকা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর দুই ম্যাচে উইকেট না পাওয়ায় আপাতত সেই আশা অপূর্ণই থেকে গেল হোল্ডারের। তবে শত উইকেট ভাঙতে পারলে ইতিহাসের পাতায় আলাদাভাবে লেখা থাকতো কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে এক সময় মাঠ কাঁপানো হোল্ডারের কথা।

Leave a Comment