এই কর্মীরা আর গ্রাচুইটি পাবেন না, বছর শেষের আগেই বড় নির্দেশিকা সরকারের

Gratuity Rules 2025 who can receive gratuity more than one time

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাকরি থেকে অবসরের পর সংস্থার তরফে যে এককালীন আর্থিক অনুদান পাওয়া যায় তাকেই বলা হয় গ্রাচুইটি। এ নিয়ে কমবেশি সকলেই ওয়াকিবহাল। সরকারি হোক বা বেসরকারি, উভয় সংস্থার কর্মীরাই গ্রাচুইটি পান। তবে অনেকেরই প্রশ্ন থাকে, সরকারি কর্মচারীরা চাকরি থেকে অবসরের পর দ্বিতীয়বার কোনও নতুন চাকরিতে যোগ দিলে গ্রাচুইটি পেতে পারেন (Gratuity Rules 2025)? অনেক ক্ষেত্রেই, সামরিক বিভাগ বা সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা অবসরের পর সরকারি বা বেসরকারি সংস্থায় যোগদান করেন। সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য তারা আদৌ কি গ্র্যাচুইটি পাবেন? এ সংক্রান্ত সমস্ত সংশয় এবার স্পষ্ট করল সরকার।

গ্রাচুইটি নিয়ে নতুন নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার

দীর্ঘদিন ধরে গ্রাচুইটি নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছিল। মূলত সেই বিভ্রান্তি দূর করতেই এবার একেবারে স্পষ্ট নির্দেশিকা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে ওই নির্দেশিকায় বিশেষ করে জোড় দেওয়া হয়েছে সামরিক বিভাগে কর্মরত থাকার পর যারা অসামরিক চাকরিতে যোগদান করেন তাদের গ্রাচুইটি বা পেনশনের বিষয়টিতে। ওই নির্দেশিকায় 2025 সালের সংশোধনী 4 এ ধারায় সুস্পষ্ট নিয়ম এবং শর্তাবলীর উল্লেখ করা হয়েছে।

অবশ্যই পড়ুন: ৭ টাকার লটারিতেই কোটিপতি কৃষক, বিপুল অর্থ দিয়ে কী করবেন জানলে চমকে যাবেন!

সেইসব নিয়ম উল্লেখ করেই গত 26 ডিসেম্বর, বিবৃতি দিয়েছে জাতীয় পেনশন ব্যবস্থার বিভাগ। ওই বিবৃতিতে খুব পরিস্কার ভাবে বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তি সামরিক বা সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর এককালীন গ্রাচুইটি পান এবং পরবর্তীতে কোনও সরকারি বা বেসরকারি অসামরিক সংস্থায় যোগ দেন তারা সেই সংস্থা থেকে অবসর নেওয়ার পর গ্রাচুইটি পাবেন না। বিস্তারিতভাবে বলতে গেলে, সুপারঅ্যানুয়েশন গ্র্যাচুইটি, অবসরকালীন গ্র্যাচুইটি, বাধ্যতামূলক অবসর গ্র্যাচুইটি কিংবা বরখাস্ত বা অপসারণের পর সহানুভূতিশীল গ্র্যাচুইটি- এই চার গ্রাচুইটির মধ্যে যদি কেউ একটিও পেয়ে থাকেন তবে তিনি দ্বিতীয়বার গ্রাচুইটি পাবেন না।

অবশ্যই পড়ুন: নতুন বছরে সামান্য বাড়বে তাপমাত্রা, ঘন কুয়াশায় মুড়বে শহরতলি, আগামীকালের আবহাওয়া

এই কর্মীদের জন্য সুখবর

ভারত সরকারের নিয়ম অনুযায়ী, গ্রাচুইটির ক্ষেত্রে বেশকিছু ব্যতিক্রমও রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ কর্মরত ছিলেন এবং পরে যথাযথ অনুমতি নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন এমন কর্মীরা দ্বিতীয়বার গ্রাচুইটির সুবিধা পাবেন। এক্ষেত্রে পিএসইউ বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে গ্র্যাচুটি ছাড়াও সরকারি চাকরির অতিরিক্ত গ্যাজুয়েটটি হাতে পাবেন কর্মী।

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মে একাধিক বদল এসেছে। পুরনো নিয়ম বলে, একজন কর্মী আগে কোনও সমস্যায় যদি টানা 5 বছর কাজ না করেন তবে তিনি এই বিশেষ আর্থিক সুবিধা পাবেন না। তবে কেন্দ্রের তরফে নিয়ে আসা নতুন নিয়ম সেই ব্যবস্থায় ইতি টেনেছেন। নতুন নিয়মে, 5 বছরটাকে কমিয়ে এক বছর করা হয়েছে।

Leave a Comment