এইদিন ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা, জানাল বিকাশ ভবন

Taruner Swapna Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapna Scheme) আওতায় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা প্রতিবছর ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা করে পায়। তবে বিগত বছরগুলোতে ছাত্রছাত্রীদের এই প্রকল্পের টাকা সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার ডিসেম্বর গড়িয়ে নতুন বছর শুরু হতে চললেও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখনও এই প্রকল্পের টাকা দেওয়া হয়নি। আবার প্রশ্ন এটাই যে, তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে? এবার টাকা ঢোকার দিনক্ষণ জানাল বিকাশ ভবন।

টাকা দিতে কেন দেরি হচ্ছে?

বলে রাখি, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে চালু করা তরুণের স্বপ্ন প্রকল্প অন্যতম জনপ্রিয় একটি স্কিম। তবে এই বছর তরুণ স্বপ্ন প্রকল্পে টাকা দিতে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে হ্যাকিং বা প্রতারণা আটকানো। যাতে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনওরকম সমস্যা ছাড়া এই প্রকল্পের টাকা ঢোকে, তার ব্যবস্থাই করছে রাজ্য সরকার। সেই কারণে এবার প্রতারণা রুখার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্র-ছাত্রীদের আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। অর্থাৎ, ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টসহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্ভব না হওয়ায় এই প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে। পাশাপাশি সার্ভারে বিভিন্ন রকম বিভ্রাট দেখা যাচ্ছে।

আরও পড়ুন: মীন রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে?

ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে প্রতি জেলার ট্রেজারি থেকে দেওয়া হয়ে থাকে। তবে এখনও পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্র-ছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নধিভুক্ত করতে দেরি হয়েছে এবং বিভিন্ন রকম সমস্যা পোহাতে হচ্ছে সার্ভারে। পাশাপাশি ওটিপি ভেরিফিকেশনও সম্পন্ন হয়নি অনেকের। তবে বিকাশ ভবনের তরফ থেকে ২৯ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী ৮ জানুয়ারি এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তাই অযথা চিন্তা করার কোনও কারণ নেই। প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সময়ের মধ্যে ঢুকে যাবে।

Leave a Comment