গর্জন ভারতের, প্রলয়ের সফল পরীক্ষা করল DRDO

India tested Pralay Missile successfully in Odisha

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি শত্রুপক্ষের চিন্তা বাড়িয়ে পিনাকা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ভারত। তাতে ঘুম উড়েছিল অনেকের। এবার সেই পথ ধরেই বুধবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রলয়ের (Pralay Missile) পরীক্ষায় সফল হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO। আজ সকাল সাড়ে দশটা নাগাদ ওড়িশা উপকূলে এক লঞ্চার থেকে ছাড়া হয় পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্র। পরবর্তীতে দেখা গেল দুটিই নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁত লক্ষ্যে বঙ্গোপসাগরে আছড়ে পড়ে।

প্রলয়ের সফল পরীক্ষার পরই বিবৃতি দিল প্রতিরক্ষা মন্ত্রক

বুধবার, বঙ্গোপসাগরে প্রলয়ের সফল পরীক্ষার পরই দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিবৃতি জারি করে প্রতিরক্ষা মন্ত্রক। ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষায় যোগ দিতে প্রলয় মিসাইলের সফল উৎক্ষেপণ দেশের এক বিরাট সাফল্য। সম্পূর্ণরূপে স্বদেশী প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে DRDO।

অবশ্যই পড়ুন: মীন রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

প্রলয় ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে, এই ক্ষেপণাস্ত্রের গতি 7500 কিলোমিটার প্রতিঘন্টা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র মূলত 500 কিলোমিটার অর্থাৎ অল্প দূরত্বে আঘাত হানার জন্য নির্মিত। DRDO র গবেষকদের দাবি, এই ক্ষেপণাস্ত্র অল্প দূরত্বে আঘাত হানলেও এর ক্ষমতা অবাক করার মতো। এই ক্ষেপণাস্ত্র তার পেটে করে একসাথে 1000 কিলো গোলাবারুদ বহন করতে পারে। সবমিলিয়ে, নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় শক্তি বাড়ল ভারতীয় সেনার।

অবশ্যই পড়ুন: এই কর্মীরা আর গ্রাচুইটি পাবেন না, বছর শেষের আগেই বড় নির্দেশিকা সরকারের

উল্লেখ্য, চলতি সপ্তাহতেই পিনাকা ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হয়েছিল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যও বেশ আকর্ষণীয়। পিনাকা একবারে 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সেক্ষেত্রে বলাই যায়, উত্তর-পূর্বের সীমান্ত থেকে বাংলাদেশের ঢাকা এমনকি চট্টগ্রামের মতো জায়গাগুলিও এই ক্ষেপণাস্ত্রের আওতায়।

Leave a Comment