বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সরকারের নয়া সিদ্ধান্তে চাপে চিন! বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশটি এবার ইস্পাতের কয়েকটি পণ্যের আমদানিতে তিন বছরের জন্য শুল্ক আরোপ (India Tariff On Steel Import) করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ঘরোয়া অর্থনীতিকে রক্ষা করতে এবং ইস্পাত পণ্যে ভারতের বাজার বাঁচাতে মঙ্গলবার এই শুল্ক আরোপের ঘোষণা দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
দেশীয় অর্থনীতিকে রক্ষা করতেই বড় সিদ্ধান্ত সরকারের
গতকালই, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একেবারে স্পষ্ট জানানো হয়েছে, ইস্পাতের কয়েকটি পণ্যের উপর আগামী তিন বছরের জন্য 12 শতাংশ শুল্ক ধীরে ধীরে 11 শতাংশে নেমে আসবে। মূলত বিবৃতি জারি করে ইস্পাত পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তের আসল কারণ দেশের বাজারকে চাঙ্গা রেখে ঘরোয়া অর্থনীতিকে বাঁচানো।
অবশ্যই পড়ুন: এবার ভারত-পাক সংঘাত থামানোর দাবি চিনের, প্রতিক্রিয়া জানাল ভারতও
কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের বিবৃতিতে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই শুল্ক বসানো হচ্ছে চিন, নেপাল এবং ভিয়েতনামের মতো দেশগুলির উপর। তবে স্টেইনলেস স্টিলের মতো ইস্পাত পণ্যের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না।
না বললেই নয়, চিনের সস্তা ইস্পাতে ভরে গিয়েছে ভারতের বাজার। অল্প দামে তুলনামূলক কম উন্নত ইস্পাত পণ্য কিনে নিয়ে কাজ মেটাচ্ছেন দেশবাসী। তাতে একদিক থেকে বড় ধাক্কা খেয়েছে ইস্পাত পণ্য প্রস্তুতকারক দেশীয় সংস্থাগুলি। তাতে মার খাচ্ছে দেশের বাজার। ফলে ঘরোয়া অর্থনীতি বা দেশের বাজারকে বাঁচাতে এবার ইস্পাত পণ্যের উপর শুল্ক চাপালো নয়া দিল্লি।
অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে গেল চিনের একচেটিয়া আধিপত্য! চাল উৎপাদনে বিশ্বে প্রথম ভারত
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বিশেষ পরামর্শ মেনে 200 দিনের জন্য ইস্পাত পণ্যে 12 শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। এবার সেই পথে হেঁটেই দেশের বাজারকে বাঁচাতে এবং ঘরোয়া বাজারে অল্প দামের চিনা ইস্পাত পণ্যের দাপাদাপি আটকাতে এবার একেবারে তিন বছরের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগে ভিয়েতনাম এমনকি দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশ এই পথে হেঁটেছে। তাতে বিশ্ববাজারে ইস্পাত পণ্য নিয়ে কিছুটা ব্যাগফুটে হাঁটতে হয়েছে ড্রাগনকে।