200MP ক্যামেরা, 6,500mAh ব্যাটারি! লঞ্চ হল Oppo Reno 15 সিরিজ, কত দাম?

Oppo Reno 15

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরে স্মার্টফোন কেনার চিন্তা-ভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, Oppo আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে লঞ্চ করেছে তাদের নতুন Oppo Reno 15 সিরিজ। আর এই সিরিজে রয়েছে তিনটি স্মার্টফোন। সেগুলি হল Oppo Reno 15 Pro Max, Oppo Reno 15 Pro এবং Oppo Reno 15। তাইওয়ানে প্রথম এই ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এমনকি শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা আর বড় ব্যাটারির সঙ্গে প্রিমিয়াম ডিজাইনের উপরেই জোর দিচ্ছে Oppo। কিন্তু কী কী ফিচার্স রয়েছে? জানুন প্রতিবেদনটিতে।

Oppo Reno 15 Pro Max এর ফিচার্স একনজরে

Oppo Reno 15 Pro Max হল এই সিরিজের সবথেকে প্রিমিয়াম ফোন। এই ফোনটিতে পাওয়া যাচ্ছে—

ডিসপ্লে- ফোনটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশন Full HD+ এবং রিফ্রেশ রেট 120Hz।

পারফরমেন্স- ফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসরের উপর বেস করা চলবে এবং এটিতে সর্বোচ্চ 12GB RAM ও 512GB জিবি স্টোরেজ সাপোর্ট করবে।

আরও পড়ুন: চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন, ফরিদাবাদে নৃশংস গণধর্ষণ

ক্যামেরা- এই ফোনটিতে 200MP মেইন ক্যামেরা রয়েছে। সঙ্গে 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। এমনকি সামনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে।

ব্যাটারি ও চার্জিং- ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া রয়েছে। যার সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে।

অন্যান্য ফিচার্স- এই ফোনটিতে IP69 রেসিস্ট্যান্ট দেওয়া রয়েছে, যা জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে। এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকিং-র সুবিধাও থাকবে।

আরও পড়ুন: ভোটার তালিকায় বাবার নাম শ্রীরামকৃষ্ণ, মা সারদা! SIR শুনানিতে ডাক পড়ল আশ্রমের মহারাজের

কোন মডেলের দাম কত?

যদি Oppo Reno 15 Pro Max ফোনটির কথা বলি, তাহলে এর 12GB + 512GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 71,000 টাকা। Oppo Reno 15 Pro ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 60,000 টাকা এবং Oppo Reno 15 ফোনটির দাম ভারতীয় মুদ্রায় মোটামুটি 51,000 টাকা।

Leave a Comment