আগে পেতেন ৬০০ টাকা! বর্তমানে ৪২০০ শতাংশ বেতন বেড়েছে এই KKR তারকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটার নয়, টিম ইন্ডিয়ার রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর (KKR Player Salary Hike) ইচ্ছে ছিল পরিচালক হওয়ার, সে কথা বোধহয় কানে পৌঁছেছে অনেকেরই। কিন্তু শেষ পর্যন্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েই নিজের স্বপ্নে ইতি টানতে হয়েছে টিম ইন্ডিয়ার এই তারকাকে। যদিও তাতে আর্থিক লাভ হয়েছে অনেকটাই।

আসলে এই কথাগুলি নিজের মুখেই বলেছেন ভারতীয় তারকা বরুণ চক্রবর্তী। জানা যায়, ক্রিকেটার হওয়ার আগে যা বেতন পেতেন, ক্রিকেট কেরিয়ার শুরুর পর সেই বেতন 4200 শতাংশ বৃদ্ধি পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণের।

লাফিয়ে লাফিয়ে বেড়েছে বরুণের বেতন

ভারতীয় দলে অভিষেক হয়েছে 4 বছর হল। কিন্তু তার আগে কী করতেন বরুণ? সম্প্রতি, ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে এসে নিজের পুরনো রোজগারের কথা উল্লেখ করেছেন KKR তারকা। আসলে অশ্বিনের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বরুণ জানিয়েছিলেন, কলেজ জীবন শেষ করার পর মাসে মাত্র 14 হাজার টাকা বেতন দিয়ে নিজের কর্ম জীবন শুরু করেছিলেন টিম ইন্ডিয়ার এই রহস্যময় স্পিনার।

অবশ্যই পড়ুন: অ্যাথলেটিক্স ছেড়ে ক্রিকেট, সুযোগ হয়নি টিম ইন্ডিয়ায়! তাঁকেই দলে নিল KKR ফ্রাঞ্চাইজি

ভারতীয় তারকা আরও বলেন, পরবর্তীতে 18 হাজার টাকাও বেতন পেয়েছিলেন তিনি। তবে শেষের দিকে সেই কাজে মন টেকেনি। তাই চাকরি ছেড়ে বন্ধুদের সাথে অভিনয় জগতে পা রাখেন বরুণ চক্রবর্তী। সেই সময়ে জুনিয়র আর্টিস্টের কাজ করে প্রতিদিন 600 টাকা পেতেন। পরে সহ পরিচালক হিসেবেও কাজ করেছেন বরুণ। বলেন, সহ পরিচালক হয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও বানিয়েছিলাম। কিন্তু কোনও দিনই বেশি টাকা রোজগার করতে পারিনি।

নিজের অতীত ঘাঁটতে ঘাঁটতেই ভারতীয় তারকা বলে বসেন, এখন আমার রোজগার অনেকটাই বেড়েছে। পরবর্তীতে অশ্বিন তাঁকে তাঁর বেতন প্রসঙ্গে জিজ্ঞেস করলে বরুণ উত্তর দেন ক্রিকেটের দুনিয়ায় পা রাখার পর জনপ্রিয়তার পাশাপাশি বর্তমানে আমার বেতন দিনে 26 হাজার টাকা। একথা শুনেই জাতীয় দল থেকে অবসর নেওয়া অশ্বিন বলে বসেন, তাহলে তো তোমার রোজগার 4200 শতাংশ বেড়েছে। আর তা শুনে নিজেই অবাক হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের স্পিন বিভাগের স্তম্ভ।

Leave a Comment