পড়ুয়াদের মাসে ২০০০ টাকা স্কলারশিপ, মহিলাদের ৩০০০! নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের

babu asoni

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তবে শুধু পশ্চিমবঙ্গে নয় অসমেও হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাইতো সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে সকলে। এমতাবস্থায় নতুন বছর পড়তেই ছাত্র এবং মহিলাদের জন্য আকর্ষণীয় প্রকল্পের উপহার নিয়ে হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। যা আগামী মাস থেকেই তা কার্যকর হবে বলে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন তিনি।

নয়া প্রকল্প ছাত্রদের জন্য

উল্লেখ্য, ২০২৪ সালে অসমের ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। যা বেশ জনপ্রিয়, আর তার পরেই এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবিও উঠেছিল। সেই সময় এই দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বার তাই ২৬ এর শুরুতেই ছাত্রদের জন্য নিয়ে আসা হল নতুন প্রকল্প ‘বাবু আচনি’ (Babu Asoni)। জানা গিয়েছে, এই নয়া প্রকল্প অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে দু’হাজার টাকা। এবং স্নাতকস্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে। যদিও এই প্রকল্পের সুবিধা সকলের জন্য প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।

কী বলছেন মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা?

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন, বাবু আচনি প্রকল্প অনুযায়ী, যেসব ছাত্রের বাবা-মা সরকারি কর্মচারী, অথবা যাদের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি, তারা এই প্রকল্পের আওতায় থাকবে না। এখানেই শেষ নয়, অন্যদিকে, ‘অরুণোদয়’ প্রকল্পের মহিলা উপভোক্তাদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। অসমীয় নববর্ষ বোহাগ বিহু উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি রাজ্যের ৩৭ লক্ষেরও বেশি মহিলাকে বিশেষ উপহার দেওয়া হবে। জানা গিয়েছে, বোহাগ বিহু উপলক্ষে প্রত্যেক মহিলা উপভোক্তা পাবেন তিন হাজার টাকা। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মোট আট হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন: টোটো থাকলে মিলবে না গ্যাস সিলিন্ডার! উজ্জ্বলা যোজনায় নয়া নিয়ম কেন্দ্রের

মহিলাদের জন্য রয়েছে বোহাগ বিহু উপহার

প্রসঙ্গত, অসমে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। কিন্তু তার আগেই জনসাধারণের আগ্রহ এবং আকর্ষণ বাড়াতে নতুন বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য বড় ঘোষণা করল অসম সরকার। রাজনৈতিক পর্যালোচকরা মনে করছেন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার চালু করা এই নতুন বৃত্তি ও আর্থিক সহায়তার প্রকল্প একপ্রকার ভোট আদায়ের স্ট্র্যাটেজি। যদিও সরকারি এই প্রকল্পে আশা করা যাচ্ছে উপকৃত হবেন লক্ষ লক্ষ ছাত্র ও মহিলা।

Leave a Comment