যেখানে কর্মজীবন শুরু করেছিলেন রতন টাটা, সেখানে গেল ১০০৭,৫৪,৮৩,৩৪২ টাকার নোটিশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় মাল্টিন্যাশনাল কোম্পানি টাটার মালিকানাধীন টাটা স্টিলকে এবার 1007 কোটি টাকার GST নোটিশ ধরালো ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রতন টাটার এই সংস্থা (Ratan Tata Company) নাকি 2022-23 আর্থিক বছরে ভুলভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবহার করেছে।

মূলত সেই কারণেই এবার, হাজার কোটির নোটিশ ধরিয়ে 30 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে টাটা স্টিলকে। প্রসঙ্গত, এই সংস্থার হাত ধরেই নিজের কর্ম জীবন শুরু করেছিলেন ভারতের শিল্প দুনিয়ার অন্যতম মাথা তথা টাটার প্রাক্তন মালিক স্বর্গীয় রতন টাটা।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অভিযোগ

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় কর বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা নাকি বলেছেন, 2018-19 আর্থিক বছর এবং 2022-23 অর্থ বর্ষের মধ্যে টাটা স্টিল নাকি একেবারে অনৈতিকভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবহার করেছে। আর সেই মর্মেই এবার রতন টাটার সংস্থা টাটা স্টিলকে 30 দিনের মধ্যে জবাব দিতে বলেছে ভারতীয় কর বিভাগ।

সেই সাথে টাটার মালিকানাধীন সংস্থাটিকে 1007.54 কোটি টাকার পণ্য পরিষেবা করের নোটিশ দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওই নোটিশে স্পষ্ট জানিয়েছে, কেন টাটার কাছ থেকে 1007.54 কোটি টাকার ট্যাক্স নেওয়া যাবে না তা আগামী 1 মাসের মধ্যে কর বিভাগকে জানাতে হবে।

ঠিক কী ঘটেছে?

গতকাল অর্থাৎ রবিবার টাটা স্টিলের তরফে শেয়ারবাজারে স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে স্পষ্ট জানানো হয়েছে, গত 27 জুন রাঁচিতে কেন্দ্রীয় কর কমিশনারের অফিস থেকে একটি নোটিশ পেয়েছে তারা। সেই নোটিশে কর বিভাগের তরফে বলা হয়েছে, 2018-19 ও 2022-23 আর্থিক বছরে একেবারে ভুলভাবে, 1007,54,83,342 টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট করে নিয়েছে টাটা স্টিল, যা মূলত কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, রাজ্য পণ্য পরিষেবা আইনের ধারা অনুযায়ী পুরোপুরি অনৈতিক ও অগ্রহণযোগ্য।

টাটা স্টিল এও জানিয়েছে, ওই নোটিশে টাটা স্টিলকে ঝাড়খণ্ডের জামশেদপুরের কেন্দ্রীয় GST ও কেন্দ্রীয় অবগারির অতিরিক্ত কমিশনারের কাছে 30 দিনের মধ্যে জবাব দিতে হবে। টাটা স্টিলকে জানাতে হবে, কেন তাদের কাছ থেকে 1007.54 কোটি টাকার কর আদায় করা যাবে না।

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগেই ইংল্যান্ডকে বিরাট শাস্তি দিল ICC

টাটার তরফে প্রতিক্রিয়া

ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে টাটা স্টিলকে নোটিশ ধরানোর পর রতন টাটার ওই সংস্থা জানিয়েছে, বর্তমানে মাত্র 493.35 কোটি টাকা বাকি রয়েছে। এ প্রসঙ্গে টাটা স্টিলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, আমরা বিশ্বাস করি এই নোটিশটির কোনও ভিত্তি নেই। তবে এই নোটিশটিকে গুরুত্ব সহকারে নিলেও এর আদৌ কোনও যুক্তি নেই বলেই জানিয়েছেন টাটা স্টিলের ওই আধিকারিক।

সেই সাথে টাটা স্টিলের তরফে এও জানানো হয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই নোটিশ তাদের আর্থিক বা পরিচালনগত কার্যকারিতার ওপর কোনও প্রভাব ফেলবে না, বরং উপযুক্ত ফোরামে তারা এই ধরনের চক্রান্তের জবাব দেবে। যদিও বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করছেন, এতে টাটা স্টিলের শেয়ারে ধ্বস নামতে পারে।

Leave a Comment