TRP টপার স্বস্তিকার বিদ্যা ব্যানার্জী, কী হল পরশুরামের? দেখুন বছরের প্রথম টিআরপি তালিকা

TRP List

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলা জানুয়ারি, বৃহস্পতিবারের বদলে আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হলো বাংলা মেগা সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serial TRP List)। তাতেই বড় লাফ দিল স্বস্তিকা দত্ত অভিনীত প্রফেসর বিদ্যা ব্যানার্জী। তবে পরশুরামও কম যায় কিসে। সেও নিজের জায়গা ছাড়লো না। ফলে এ সপ্তাহে যৌথভাবে 7.2 রেটিং পয়েন্ট নিয়ে মেগা টপার প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরাম।

এদিকে 7.1 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিজের জায়গা অক্ষত রাখলো রাঙামতি তীরন্দাজ। অন্যদিকে তৃতীয় স্থানে জায়গা করে নিল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ওমর দরদিয়া। তার রেটিং পয়েন্ট এবার 6.9। এছাড়া প্রথম পাঁচের মধ্যে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পরিণীতা এবং তারে ধরি ধরি মনে করি। দুই মেগার রেটিং পয়েন্ট 6.8 এবং 6.4।

এক নজরে দেখে নিন এ সপ্তাহের টিআরপি-র প্রথম দশের তালিকা

  • প্রথম, প্রফেসর বিদ্যা ব্যানার্জী এবং পরশুরাম (রেটিং পয়েন্ট 7.2)
  • দ্বিতীয়, রাঙামতি তীরন্দাজ ( রেটিং পয়েন্ট রেটিং পয়েন্ট 7.1)
  • তৃতীয়, ও মোর দরদিয়া (রেটিং পয়েন্ট 6.9)
  • চতুর্থ, পরিণীতা (রেটিং পয়েন্ট 6.8)

অবশ্যই পড়ুন: পড়ুয়াদের মাসে ২০০০ টাকা স্কলারশিপ, মহিলাদের ৩০০০! নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের

  • পঞ্চম, তারে ধরি ধরি মনে করি (রেটিং পয়েন্ট 6.4)
  • ষষ্ঠ, লক্ষী ঝাঁপি (রেটিং পয়েন্ট 6.2)
  • সপ্তম, জোয়ার ভাটা (রেটিং পয়েন্ট 6.0)
  • অষ্টম, চিরদিনই তুমি যে আমার (রেটিং পয়েন্ট 5.9)
  • নবম, আমাদের দাদামণি (রেটিং পয়েন্ট 5.8)
  • দশম, জনপ্রিয় ধারাবাহিক চিরসখা (রেটিং পয়েন্ট 5.7)

অবশ্যই পড়ুন: ভারতীয় কূটনীতিকদের সাথে গোপনে বৈঠক সেরেছেন জামাত প্রধান? মুখ খুললেন শফিকুর

প্রসঙ্গত, জিতু কমল অভিনীত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে মাতামাতি কম হয়নি নেট দুনিয়ায়। নেট নাগরিকদের অনেকেই ভেবেছিলেন দিতিপ্রিয়া চলে গেলেও টিআরপি তালিকায় খুব একটা প্রভাব পড়বে না এই সিরিয়ালের। তবে শেষ পর্যন্ত দেখা গেল চলতি সপ্তাহেও জনপ্রিয়তা সত্ত্বেও বেশি রেটিং নিয়ে উপরে উঠতে পারল না সিরিয়ালটি। অন্যদিকে গত সপ্তাহে সেরা দশে থাকলেও এবার 11 নম্বরে জায়গা হয়েছে বেশ করেছি প্রেম করেছির। তাছাড়াও নতুন সিরিয়াল হিসেবে কামাল দেখাতে পারল না মিলন হবে কত দিনেও। এদিকে প্রথম দশে থাকলেও টিআরপি তালিকায় খারাপ অবস্থা আমাদের দাদা মণির।

Leave a Comment