বিক্রম ব্যানার্জী, কলকাতা: একরাশ আশা নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan National Cricket Team) কোচের দায়িত্ব নিয়েছিলেন জেসন গিলেসপি। তবে শেষ পর্যন্ত সেই দলে টিকে থাকতে পারলেন না তিনি। দায়িত্ব নেওয়ার 8 মাসের মধ্যেই মোহভঙ্গ হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের। কোচের পদ থেকে ইস্তফা দিলেন গিলেসপি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা নিজেই জানালেন অজি তারকা।
অপমানের কারণেই পাকিস্তান দল ছাড়লেন গিলেসপি
2024 সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের কোচ হয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গিলেসপি। তবে সেই দলের সাথে এক বছরও কাটাতে পারলেন না তিনি। 8 মাসের মধ্যে কোচের পদ থেকে ইস্তফা দিয়ে এক সাক্ষাৎকারে তার কারণ ব্যাখ্যা করেছেন প্রাক্তন অজি ক্রিকেটার। গিলেসপি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ কিছু সিদ্ধান্তের কারণেই শেষপর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি।
অবশ্যই পড়ুন: পড়ুয়াদের মাসে ২০০০ টাকা স্কলারশিপ, মহিলাদের ৩০০০! নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বক্তব্য, “পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যাতে বেশ অপমানিত হয়েছিলাম। তাই আর কোচের দায়িত্বে থাকতে পারিনি।” পাক টেস্ট দলের প্রাক্তন কোচের দাবি, এর আগে দলের সহকারি কোচের পদ থেকে টিম নিয়েলসনকে সরিয়ে দেওয়ার সময়ও তাঁর কাছ থেকে কিছুই জানতে চাওয়া হয়নি।
এক ভক্তের প্রশ্নের উত্তরে গিলেসপি জানিয়েছিলেন, “আমি শুধুমাত্র পাকিস্তানের টেস্ট দলের কোচ ছিলাম। আমাদের দলের সহকারি কোচকে ছেড়ে দেওয়ার সময় আমার সঙ্গে একবারও কথা বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা মেনে নেওয়া যায় না। আরও অনেক কারণে অপমানিত বোধ করেছিলাম। ওই পরিস্থিতিতে দায়িত্ব সামলানো কখনই যায় না। তাই ইস্তফা দিয়েছি।”
অবশ্যই পড়ুন: “আমি গর্বিত আমি পাকিস্তানি মুসলিম!”, জঙ্গি তকমা পেতেই ক্রিকেট ছাড়ছেন খোয়াজা
উল্লেখ্য, এর আগে 2024 সালে দীর্ঘ জল্পনার পর পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব পেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গিলেসপি। সেবারের সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখেছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন, দলটাকে নতুন করে তৈরি করার। বলেছিলেন, এমন এক দল গড়তে চান যা উচ্চতার শিখরে পৌঁছবে। তবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখা হল না।