বারুইপুরের মঞ্চ থেকে নির্বাচনী দামামা বাজালেন অভিষেক, শোনালেন শুভেন্দুর অডিও

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ পড়তে না পড়তেই ভোট প্রচারের পরিকল্পনা নিয়ে ময়দানে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। মিশন এখন একটাই, আর সেটি হল ২০২৬ বিধানসভা নির্বাচন। তাইতো বছরের গোড়া থেকেই জেলাজুড়ে প্রচার শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্লোগান উঠল “যতই করো হামলা, আবার জিতবে বাংলা”! মঞ্চে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলে ধরলেন একের পর এক অভিযোগ।

বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

আজ বারুইপুরের সাগর সংঘ মাঠের মঞ্চে রণসংকল্প সভার আয়োজন করা হয়েছে। সেখানে র‌্যাম্পে ঘুরে ঘুরে জনতার উদ্দেশে ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার দলের জেলা নেতৃত্ব। রয়েছেন যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এদিনের সভায় এসআইআর-এর কারণে মৃত তিন জনের পরিবারকে ডাকা হয়েছে। এসেছেন শফিকুল গাজি, হাফেজ শাহবুদ্দিন এবং আবু তালেব সর্দারের পরিবারের সদস্যেরা। আর সেখান থেকেই ছাব্বিশের ভোটে দক্ষিণ ২৪ পরগনার সব আসন জয়ের টার্গেট করলেন অভিষেক।

২০২৬-এ ভোট বাড়ার চ্যালেঞ্জ অভিষেকের

সাগর সংঘ মাঠের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ”ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনায় সব আসন জিততে হবে। আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়ও এবার আমাদের জিততে হবে। যত পরিশ্রম দরকার, করতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন, আমি যাব।” এদিন ব্রিগেডে RSS ঘনিষ্ঠ সংগঠনের গীতাপাঠ অনুষ্ঠান নিয়েও তীব্র সমালোচনা করেন অভিষেকের। জানালেন, ”সত্যি যদি গীতা পড়ে থাকে কেউ, তাহলে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করতেন না। কে কী খাবে, কে কী চিকেন প্যাটিস খাবে, কে মাছ খাবে, কে রোল খাবে, সব কি বিজেপির দালালরা ঠিক করবে?”

শুভেন্দুর অডিও ফাঁস অভিষেকের

SIR কাণ্ডে সাধারণের মৃত্যু নিয়ে কমিশনকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় কিছুদিন আগে মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে হেনস্থার শিকার হয়েছিলেন বালুরঘাটের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি। এবার সেই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘‘নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কী ভাবে রক্ষা করবে? এরা শুধু কাড়তে জানে, দিতে জানে না।’’ এদিন সভা থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গ তুলে শুভেন্দুর বক্তব্যের একটি অডিও শোনালেন জনসভায়। যেখানে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, ”এর চেয়ে বাংলাদেশে ইউনুস সরকার ভালো।” এই মন্তব্যের তীব্র নিন্দা করে অভিষেক বললেন, ”যে বাংলাদেশে দীপু দাসদের মতো হিন্দুদের হত্যা করা হচ্ছে, সেই সরকারেরই প্রশংসা করছেন আপনার নেতা! এই আপনাদের হিন্দুত্ব! এরা নাকি হিন্দুদের রক্ষাকর্তা।”

আরও পড়ুন: বার কাউন্সিলের ভোটার তালিকায় বাদ মমতা সহ ১৭ হাজার আইনজীবীর নাম! মামলা হাইকোর্টে

১০০ দিনের কাজের প্রকল্প বঙ্গে চালু নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন প্রকল্প নিয়েও তিনি জনগণের উদ্দেশে বড় বার্তা দিলেন। তিনি বলেন, “গত সাত বছরে বাংলা থেকে ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা বিজেপি তুলে নিয়ে গিয়েছে। হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপির সরকার। গরিবের আবাসের টাকাও চালু করেনি।” এছাড়াও বিজেপি শাসিত সরকারগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, “যদি কেউ বাংলার মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন নিঃশর্তভাবে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।”

Leave a Comment