ভাগ বসাবেন সচিনের রেকর্ডেও! এ বছর তিনটি মাইলফলক ছোঁয়ার সুযোগ বিরাট কোহলির

Virat Kohli To reach historic milestones in 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসের 11 তারিখ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে একদিনের সিরিজে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে কোহলি নামবেন IPL এ। এবছর বিরাটের ম্যাচের সংখ্যা কম হলেও ভারতীয় মহাতারকার কাছে তিন তিনটি মাইলফলক অর্জনের সুযোগ রয়েছে। এবছর সেই কাজ করতে পারলে ক্রিকেটে আরও উচ্চতায় পৌঁছবে বিরাট কোহলি নামটা।

এই 3 মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে কোহলির

প্রথম মাইলফলক

একদিনের ক্রিকেটে আজ পর্যন্ত ভারতীয়দের মধ্যে 15 হাজার রান রয়েছে শুধুমাত্র সচিন তেন্ডুলকরের। তবে সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পাবেন বিরাট কোহলিও। আন্তর্জাতিক ওয়ানডেতে সচিন 452 ইনিংস খেলে 18,426 রান করেছেন ঠিকই তবে কোহলিও খুব একটা পিছনে নেই। বর্তমানে ভারতীয় মহাতারকার ওয়ানডে রানের সংখ্যা 14,557। 296টি ইনিংসে অংশ নিয়ে এই রান করেছেন তিনি। তবে বিরাট যদি এ বছর ওয়ানডে খেলে আর মাত্র 443 রান তুলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 15 হাজার রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান।

অবশ্যই পড়ুন: টোটো থাকলে মিলবে না গ্যাস সিলিন্ডার! উজ্জ্বলা যোজনায় নয়া নিয়ম কেন্দ্রের

দ্বিতীয় মাইলফলক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে জন্ম লগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সাথে যুক্ত রয়েছেন বিরাট কোহলি। 2008 থেকে একটানা 18টা বছর অপেক্ষা করার পর শেষ পর্যন্ত গতবার RCB র হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন কোহলি। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও 8661 রানের মালিক তিনি। তবে এবছর কোহলি যদি আর মাত্র 339 রান করতে পারেন তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম প্লেয়ার হিসেবে 9000 রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বলে রাখি, IPL এ সবচেয়ে বেশি রান করা প্লেয়ারদের তালিকায় কোহলির পর এই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। 267 ইনিংস খেলে তিনি করেছেন 7046 রান। যা চিকুর থেকে অনেকটাই কম।

অবশ্যই পড়ুন: “আমি গর্বিত আমি পাকিস্তানি মুসলিম!”, জঙ্গি তকমা পেতেই ক্রিকেট ছাড়ছেন খোয়াজা

তৃতীয় মাইলফলক

ওয়ানডে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি মাত্র 42 রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা দ্বিতীয় খেলোয়াড় হয়ে উঠবেন কোহলি। বলাই বাহুল্য, এই মুহূর্তে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রানের সংখ্যা 27 হাজার 975। 623 ইনিংসে এই সংখ্যা গড়েছেন তিনি। তবে কোহলি যদি আর মাত্র 42 রান করতে পারেন তবে তিনি কুমার সাঙ্গাকারাকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন।

Leave a Comment