নতুন বছরে শেয়ার বাজার থেকে টাকা তুলতে চান? এই স্টকে টাকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের

Stock To Invest this stock maybe the best pick 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের সাথে সাথে শেয়ার মার্কেটে বিনিয়োগের হিড়িক পড়েছে বিনিয়োগকারীদের। অনেকেই এমন স্টক (Stock To Invest) খুঁজছেন যেগুলিতে টাকা রেখে আগামী কিছুদিনের মধ্যেই বড় রিটার্ন পাওয়া যাবে। এ নিয়ে, অভিজ্ঞ বিনিয়োগকারীদের একাংশের বক্তব্য, এমন অনেক স্টক রয়েছে যেগুলি এবছর ইনভেস্টরদের লাভের মুখ দেখাতে পারে। তবে সেই তালিকায় এমন কিছু স্টক রয়েছে যেগুলিতে আস্থা রেখেছে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম এবং শেয়ার মার্কেটের বিশেষজ্ঞরা। সেই সব স্টকেই টাকা রাখার পরামর্শ দিচ্ছেন শেয়ার মার্কেটের অভিজ্ঞতা আছে এমন বিনিয়োগকারীরা। আজকের প্রতিবেদনে রইল তেমনই এক স্টক। যার দাম অনেকটাই বাড়তে পারে বলেই আশা করছেন চয়েস ইকুইটি ব্রোকারেজ ফার্ম বা ব্রোকিং এর বিশেষজ্ঞ কুনাল পারার।

শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে চাইলে বিনিয়োগ করা যেতে পারে এই স্টকে

গতবছর অর্থাৎ 2025 সালে এমন অনেক স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। তবে এমন অনেক স্টক রয়েছে যেগুলির দাম হাজার হাজার টাকা থেকে এক ধাক্কায় কয়েকশো টাকায় নেমে এসেছে। এক কথায়, শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে কমবেশি লাভ ক্ষতির মধ্যেই ছিলেন বিনিয়োগকারীরা। তবে নতুন বছরে যাতে শেয়ার মার্কেটে টাকা রেখে ক্ষতির মুখে পড়তে না হয় সেজন্যই বছরের একেবারে শুরু থেকেই কোন কোন স্টকে টাকা রাখা যাবে তা নিয়ে পরামর্শ দিতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

এ নিয়ে চয়েস ইকুইটি ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞ কুনাল পারার নতুন বছরের জন্য IREDA এর স্টকে আস্থা রেখেছেন। Indian Renewable Energy Dev Agency Ltd সংস্থাটি বিগত দিনগুলি ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জন করেছে। সেই সূত্র ধরেই এই সংস্থার স্টকের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আজ অর্থাৎ জানুয়ারির 2 তারিখ BSE তে এই স্টকের দাম 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

অবশ্যই পড়ুন: Hyundai, Tata-কে পিছনে ফেলে ২০২৫-র সবথেকে বেশি বিক্রি হল Maruti-র এই গাড়ি

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 146.98 টাকা। তবে ব্রোকারেজ ফার্মটির বিশেষজ্ঞ কুনাল মনে করছেন আগামী দিনে এই স্টকের দাম কিছু না হলেও 177 টাকায় পৌঁছবে। এটি মূলত প্রাথমিক লক্ষ্য মাত্রা। কুনালের মতে, সংস্থাটির স্টকগুলি যদি প্রাথমিক লক্ষ্য অতিক্রম করে যায় সেক্ষেত্রে এটি দ্বিতীয় ধাপে 192 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। মূলত এমন বক্তব্যেই বিনিয়োগকারীদের এই স্টকের টাকা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তবে অবশ্যই এই স্টকে ইনভেস্টের ক্ষেত্রে 130 টাকায় স্টপলস সেট রাখতে বলা হচ্ছে।

অবশ্যই পড়ুন: ভাগ বসাবেন সচিনের রেকর্ডেও! এ বছর তিনটি মাইলফলক ছোঁয়ার সুযোগ বিরাট কোহলির

বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, প্রযুক্তিগত দিক থেকে এই ভারতীয় সংস্থাটির শেয়ারের ভাল গঠন রয়েছে। আগামী দিনে এই স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারে। না বললেই নয়, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে IREDA এর স্টক সর্বোচ্চ 235 টাকায় ট্রেড করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ফের পুরনো দামে ফিরতে পারে এই স্টকটি। তবে বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত দিক ভাল ভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment