২০২৬ সালে কবে, কতবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? দেখে নিন

India Vs Pakistan cricket matches in 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 শেষ। তবে পেছন ফিরে তাকালে গত বছর এক দুই নয় এশিয়া কাপে একেবারে তিনবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান (India Vs Pakistan)। মজার বিষয়, তিনবারের তিনবারই জিতেছে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানকে চুপ করিয়ে দিয়েছিল ভারত। মহিলাদের একদিনের বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার কাছে বেধড়ক পেটানি খেয়েছে দলটি! কিন্তু 2026 অর্থাৎ নতুন বছরে কতবার মুখোমুখি হবে এশিয়ার দুই চির-প্রতিদ্বন্দ্বী?

2026 এ কতবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

প্রথম দেখা

নতুন বছরের প্রথমেই অর্থাৎ 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে পুরুষদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজন করছে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সেই টুর্নামেন্টের একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত এবং পাকিস্তান। কিন্তু তা হলেও এই আসরের পরবর্তী রাউন্ডে মুখোমুখি হতে পারে দুই দল। না বললেই নয়, এর আগে গত বছর ছোটদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বৈভব সূর্যবংশীদের। তাই এবার সেই বদলা নেওয়ার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার হাতে।

অবশ্যই পড়ুন: অশান্ত ওপার বাংলায় খেলতে যাচ্ছে ভারতীয় দল! প্রকাশ্যে ভারত-বাংলাদেশ সিরিজের সূচি

দ্বিতীয় দেখা

দ্বিতীয়বারের জন্য এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়ে যাবে ভারত এবং পাকিস্তানের। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বহু অপেক্ষিত 20 ওভারের বিশ্বকাপের শুরুর দিকেই অর্থাৎ 15 ফেব্রুয়ারি ম্যাচ রয়েছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর। সেখানেও এশিয়া কাপের মতো পাক দলকে বধ করবেন সূর্যকুমার যাদবরা। আপাতত তেমনটাই আশা দেশবাসীর।

তৃতীয় দেখা

এবছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হবে ভারত এবং পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লড়াইয়ে পাকিস্তানকে এক চুল জায়গাও ছাড়বেনা ভারতের মেয়েরা। বলাই বাহুল্য, আগামী 14 জুন ইংল্যান্ডের এজবাস্টনে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত এবং পাকিস্তানের। সেখানেও সেমিফাইনাল বা ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে।

অবশ্যই পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিন টুর্নামেন্টে সর্বোচ্চ 5 বার একে অপরের মুখোমুখি হতে পারে, এশিয়ার দুই যুযুধান ভারত এবং পাকিস্তান। এখন দেখার সেই আসরে জয়ের নিরিখে এগিয়ে থাকে কারা।

Leave a Comment