মার্চ মাস থেকে ATM-এ বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট? জানিয়ে দিল কেন্দ্র সরকার

500 Rupee Note

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী মার্চ মাস থেকে নাকি ATM-এ আর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট (500 Rupee Note)! হ্যাঁ, দেশে নাকি ছাপানোই হবে না ৫০০ টাকার কোনও নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নাকি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এমনই তথ্য ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, যাতে বিভ্রান্তে পড়ছিল দেশবাসী। তবে এই ইস্যুতে এবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রেস ইনফর্মেশন ব্যুরো ফ্যাক্ট চেক করল। আসলে কি এই দাবি সত্যি? নাকি সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে?

কী বলল পিআইবি?

গত শুক্রবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে প্রেস ইনফর্মেশন ব্যুরো বিবৃতি দিয়েছে। আর সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্টে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট ছাপানো বন্ধ হবে, সেগুলো সম্পূর্ণ ভুয়ো। আরবিআই এরকম কোনও ঘোষণাই করেনি। ৫০০ টাকার নোট এখনও সম্পূর্ণ বৈধ। আর এটি দিয়ে সহজে লেনদেন করতে পারবে গ্রাহকরা। অযথা গুজব থেকে দূরে থাকুন। আর কোনও তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারিভাবে তা যাচাই করুন।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে ফের বড় পরিবর্তন! আজকের রেট

বলাবাহুল্য, ৫০০ টাকার নোট বাতিলের গুজব নতুন কিছু নয়। আগেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম দাবি ছড়িয়ে পড়েছিল। ২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিল আরবিআই-এর তরফ থেকে। তারপর সোশ্যাল মিডিয়ায় বহু গুজব ছড়ায়। তবে প্রতিবারই এহেন পরিস্থিতিতে ফ্যাক্ট চেক করেছে পিআইবি, এবং তারা স্পষ্ট জানিয়েছে যে এগুলি সবই গুজব। সেই সূত্রে ২০২৫ সালের জুন মাসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয় যে, ২০২৬-এর মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট বাতিল হচ্ছে। পাশাপাশি বহু ইউটিউবারও এই নিয়ে ভিডিও করে। কিন্তু সমস্ত দাবি খারিজ করল ভারত সরকার।

আরও পড়ুন: DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী এর আগে গত আগস্ট মাসে সংসদে স্পষ্ট জানিয়েছিলেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনওরকম পরিকল্পনা নেই। দেশের এখন সর্বোচ্চ মূল্যের নোট ৫০০ টাকা। এটিএম গুলিতে ১০০ এবং ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকা নোটের সরবরাহ চালু রাখা হবে। তবে খুচরো লেনদেনের জন্য এবার ১০০ এবং ২০০ টাকাও থাকবে। অযথা কোনও গুজবে কান দেবেন না।

Leave a Comment