ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার একজোট হয়ে যা করলেন সুনীল ছেত্রীরা…

Sunil Chhetri and other Indian footballers gave a video message for Indian football

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ভারতীয় ফুটবলকে বাঁচান..” দেশের সর্বোচ্চ ফুটবল লিগ ISL নিয়ে ঘোর অনিশ্চয়তার মাঝে এবার সমস্বরে ফিফার কাছে বড় আবেদন রাখলেন স্বদেশী সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিংরা (Indian Football)। দেশের ফুটবল ভবিষ্যৎ যে গাড্ডায় তা বুঝতে বাকি নেই কারও। মূলত সে কারণেই এবার এক জোট হয়ে ভারতীয় ফুটবলকে অনিশ্চয়তা থেকে উদ্ধার করার দায়িত্ব কাঁধে নিলেন খোদ দেশের ফুটবলারেরা। এক ভিডিও বার্তায় দেশের ফুটবল ভবিষ্যতের স্বার্থে মুখ খুললেন সকলে।

ভিডিও বার্তায় অসহায়ত্বের সুর ভারতীয় ফুটবলারদের গলায়

দেখতে দেখতে 2026 এর জানুয়ারিও চলে এল। যে সময়টা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে থাকে, গমগম করে গ্যালারি, এ বছর সেসবের বালাই নেই। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে ততই অন্ধকারের পথে এগোচ্ছে দেশের ফুটবল ভবিষ্যৎ। এবার সেসব নিয়েই এক ভিডিও বার্তায় সরাসরি ফিফার কাছে কাতর আবেদন জানালেন জাতীয় দলের একদল তারকা।

অবশ্যই পড়ুন: DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত, ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘন থেকে শুরু করে সুনীল ছেত্রী সহ একাধিক পরিচিত মুখের গলায় শুধুই ভারতীয় ফুটবলকে বাঁচানোর আবেদন। প্রথমেই জাতীয় দলের গোলকিপার গুরপ্রীত বললেন, “জানুয়ারিতে আমাদের ISL ম্যাচে থাকার কথা, সেখানে আমরা ক্যামেরার মুখোমুখি হয়ে একরাশ হতাশা এবং ভয় নিয়ে কথা বলছি।” অন্যদিকে সন্দেশ জানালেন, “ফুটবলার থেকে শুরু করে কোচ, কোচিং স্টাফ সহ সকলের স্পষ্টতা প্রাপ্য। এদিকে আমরা কিছুই পাচ্ছিনা।”

অধিনায়ক সুনীল ছেত্রী জানালেন, “ভারতীয় ফুটবল নিয়ে এই সমস্যাটা এখন আর প্রশাসনিক স্তরে আটকে নেই। এটা এখন ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।” সব মিলিয়ে ভিডিওর একেবারে শেষ প্রান্তে পৌঁছে, সকল স্বদেশী ফুটবলারের একটাই কথা, ভারতীয় ফুটবল যেভাবে খারাপ দিকে এগোচ্ছে তাতে এখন আর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর আস্থা না রেখে ফিফার দারস্থ হওয়াই একেবারে শেষ আশ্রয় হবে।

 

অবশ্যই পড়ুন: IPL খেলতে পারবেন না মুস্তাফিজুর, KKR-কে ছেড়ে দেওয়ার নির্দেশ BCCI-র

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে হাজারো বিতর্ক, কাটাছেঁড়ার মাঝে ভারতীয় ফুটবলারদের একটাই বক্তব্য, ফিফার দ্বারস্থ হওয়ার আসল উদ্দেশ্য শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগকে বাঁচানো নয় বরং ফিফার হাত ধরে ভারতীয় ফুটবলের কাঠামোকে সচল রাখা। একজন ফুটবলার এটা জেনে নিশ্চিন্ত থাকবেন তিনি পরের সিজনে খেলতে পারছেন, একজন কোচিং স্টাফ জানবেন তার পরের সিজনে কাজ রয়েছে, ভক্তরাও জানবেন তাদের প্রিয় দল আগামী মরসুমে প্রতিপক্ষের উপর একেবারে ঝাপিয়ে পড়বে। সবমিলিয়ে ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখাই এই ভিডিও বার্তার মূল উদ্দেশ্য। এর সাথে অসংখ্য পরিবারের রুটি রুজিও জড়িয়ে।

Leave a Comment