গঙ্গাসাগর মেলায় শিয়ালদা থেকে ৩৩ জোড়া ট্রেন, বড় উপহার দিল পূর্ব রেল

Extra special trains in Sealdah division for Gangasagar Mela

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে বাংলার অন্যতম বড় উৎসব গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এ সপ্তাহ পেরোলেই সেই মিলনোৎসবে গা ভাসাবেন দর্শনার্থীরা। দেশের নানান প্রান্ত থেকে এই মেলায় ছুটে আসেন বহু সাধু সন্ন্যাসী। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করেন স্থানীয় বহু মানুষ। সেই উৎসব উপলক্ষ্যে প্রত্যেক বছরই বিশেষ উপহার থাকে রেলের। এবারেও সেই নিয়মের অন্যথা হয়নি। এবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে EMU এবং বিশেষ ট্রেন মিলিয়ে বাড়তি 33 জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। গতকাল অর্থাৎ শুক্রবারই সে কথা জানান শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রেলের

আগামী, 9 জানুয়ারি থেকে নিয়ম মেনে শুরু হচ্ছে বাংলার অন্যতম প্রাণের উৎসব গঙ্গাসাগর মেলা। এর আগে কুম্ভমেলার ভিড় সামাল দিতে গিয়ে শিক্ষা নিয়েছিল রেল। এবার সেই শিক্ষাকে কাজে লাগিয়ে গঙ্গাসাগর মেলায় পৌঁছতে যাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই লক্ষ্যেই এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে শিয়ালদহ ডিভিশন।

এ নিয়ে গতকাল এলাকা পরিদর্শনে গিয়ে শিয়ালদহের ডিআরএম রাজীব বাবু একেবারে স্পষ্ট জানালেন, যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেজন্যই শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ এমনকি লক্ষীকান্তপুর পর্যন্ত একযোগে মোট 10টি EMU লোকাল এবং 23 জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। রেলের তরফের জানানো হয়েছে, এই ট্রেনগুলি টানা এক সপ্তাহ ধরে চলবে।

বলাই বাহুল্য, কত বছর গঙ্গাসাগর মেলায় যাত্রী সুবিধার্থে বাড়তি 6 দিন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। তবে এ বছর যাদের পুণ্যার্থীদের কোনও রকম সমস্যা না হয় সে কথা ভেবেই 7 দিন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। শুধু তাই নয়, গঙ্গাসাগর মেলায় পৌঁছতে যে ট্রেনগুলিতে উঠবেন শিয়ালদহে তারও প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: IPL খেলতে পারবেন না মুস্তাফিজুর, KKR-কে ছেড়ে দেওয়ার নির্দেশ BCCI-র

পূর্ব রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গঙ্গাসাগর মেলার দিনগুলিতে শিয়ালদহ স্টেশনের 15 এবং 16 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে বিশেষ ট্রেনগুলি। রেল সূত্রে খবর, প্রতিটি ট্রেনে দুই থেকে আড়াই হাজার যাত্রী একসাথে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য আলাদা করে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা জায়গা থেকে ঢুকতে পারবেন যাত্রীরা। একই সাথে শিয়ালদহ নামার পর দক্ষিণের গেট দিয়ে তারা বেরোতে পারবেন।

অবশ্যই পড়ুন: মার্চ মাস থেকে ATM-এ বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট? জানিয়ে দিল কেন্দ্র সরকার

একই সাথে যাত্রী সুরক্ষায়, মূলত গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে স্টেশনে মোতায়েন করা হচ্ছে রেল সুরক্ষা বাহিনী। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার রুটে যাত্রী সুবিধায় উপস্থিত থাকবেন 340 জন জিআরপি এবং 54 জন জিআরপি অফিসার। এছাড়াও 24 ঘন্টা চলবে সিসিটিভি মুভমেন্ট। এছারাও ট্রেনে সুরক্ষায় রাতবিরেতে থাকবে ডগ স্কোয়াড। শুধুই তাই নয়, রেলের তরফে মেলার রুটে খোলা হবে মেডিকেল ক্যাম্পও। সেই সাথে, মেলার দিনগুলিতে টিকিট কাউন্টারের সামনে ভিড় এড়াতে UTS এর মাধ্যমে টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

Leave a Comment