সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল (Sabooj Sathi Bicycle) বিতরণ শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, পরিকল্পনা ঠিক মতো এগোলে চলতি বছরে রাজ্যের ১২ লক্ষ নবম শ্রেণীর পড়ুয়া এই প্রকল্পের আওতায় সাইকেল পাবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী, শিক্ষাবর্ষের শুরুতেই বই, ব্যাগ থেকে শুরু করে ইউনিফর্ম, জুতার পাশাপাশি এবার থেকে সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই লক্ষ্য নিয়েই অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা দফতর।
পড়ুয়াদের তথ্য যাচাইয়ের কাজ শেষ
সূত্র মারফৎ খবর, বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের কাছে পাঠানো হয়েছে। আর দফতরগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে খুব দ্রুত চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। একই সঙ্গে স্কুলগুলিতে অপারেটিং প্রসিডিওর পাঠানো হয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পড়ুয়ার নাম যদি সবুজ সাথী পোর্টালে না থাকে, তাহলে প্রধান শিক্ষককে নতুন করে ডেটা এন্ট্রি করতে হবে। আর একবার রেজিস্ট্রেশন না থাকলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা দ্রুত আপডেট করতে হবে। এমনকি সংশ্লিষ্ট পড়ুয়া আগে কখনও সাইকেল পেয়েছে কিনা সেই তথ্য জানাতে হবে।
আরও পড়ুন: ২১ বছর বয়সে ২.৫ কোটির বেতনের চাকরি! নজির গড়ল IIT হায়দ্রাবাদের ছাত্র
নিয়ম অনুযায়ী, প্রথমে প্রধান শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রোফাইল চূড়ান্ত করবে। তারপর এসআই এবং ডিআইএস ভ্যালিডেশন করা হবে। আর সর্বশেষে জেলার নোডাল আধিকারিকরা চূড়ান্ত তালিকায় সিলমোহর দেবে। এই তালিকার ভিত্তিতেই মাস্টার রোল তৈরি করা হবে। তারপর বিডিওরা নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট ঠিক করে সেখান থেকে ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেবে। এমনকি প্রয়োজনে তৃণমূলের একাধিক ডেলিভারি পয়েন্ট রাখা হতে পারে।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় শিয়ালদা থেকে ৩৩ জোড়া ট্রেন, বড় উপহার দিল পূর্ব রেল
এ বিষয়ে এক আধিকারিক বলেছেন, আগের বছরগুলোতে সাধারণত জুলাই মাস থেকে সাইকেল দেওয়া শুরু হতো। তবে গত বছর সাইকেল বিলি শেষ করতে অক্টোবর মাস পর্যন্ত সময় লেগে গিয়েছিল। আর এবার জানুয়ারি মাসেই টেন্ডার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই ফেব্রুয়ারি মাসেই সাইকেল দেওয়া সম্ভব। পাশাপাশি প্রশাসনের আশঙ্কা, ভোট ঘোষণা হয়ে গেলে এই প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তাই তড়িঘড়ি সাইকেল বিতরণ করতে চাইছে রাজ্য সরকার।