সৌভিক মুখার্জী, কলকাতা: সিগারেটের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার জেরে এবার বড়সড় প্রভাব পড়ল শেয়ার বাজারে। নতুন বছরের ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নতুন হারে শুল্ক। যার জেরে ধস নেমেছে সিগারেটের প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারে। তবে এর সরাসরি প্রভাব পড়ছে রাষ্ট্রয়াত্ত্ব বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির বিনিয়োগের উপর (LIC Share)।
দুইদিনে ২০ শতাংশের বেশি পড়ল শেয়ার
কেন্দ্র সরকারের শুল্ক ঘোষণার পরপরই দেখা যায় ITC লিমিটেড ও গডফ্রে ফিলিপসের শেয়ার গত দুইদিনে ২০ শতাংশের বেশি তলানিতে ঠেকেছে। বৃহস্পতিবার ITC লিমিটেডের শেয়ার প্রায় ১০ শতাংশ পড়েছিল। আর শুক্রবার আরও ৪ শতাংশ পতনের পর তা ৩৪৯ টাকায় বন্ধ হয়। এদিকে এই টানা পতনের ফলে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড়সড় ক্ষতির মুখে পড়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ITC লিমিটেডের সবথেকে বড় অংশীদার এলআইসি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী, ITC লিমিটেডে এলআইসির শেয়ার ছিল ১৫.৪ শতাংশ। তবে শেয়ারের দাম হঠাৎ করে পড়ে যাওয়ায় মাত্র দু’দিনে এলআইসির ক্ষতি হয়েছে আনুমানিক ১১ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: কবে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল! জানিয়ে দিল রাজ্য সরকার
জানিয়ে রাখি, ITC-র শেয়ার হোল্ডিং কাঠামো অনুযায়ী ট্যাবাকো ম্যানুফ্যাকচারার্স ইন্ডিয়ার হাতে রয়েছে ১৭.৭৯% শেয়ার, এলআইসির হাতে রয়েছে ১৫.৮৬% শেয়ার, এসবিআই মিউচুয়াল ফান্ডের হাতে রয়েছে ৩.২৬% শেয়ার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়ালের হাতে রয়েছে ২.২৮% শেয়ার, GQG Partners Emerging Markets Equity Fund এর হাতে রয়েছে ২.১০% শেয়ার এবং General Insurance Corporation of India এর হাতে রয়েছে ১.৭৩% শেয়ার। এতে করে বোঝাই যাচ্ছে, ITC-র শেয়ারের ওঠানামাতে এলআইসির উপর কতটা প্রভাব পড়েছে।
আরও পড়ুন: এই ১ শর্তে ভারতীয় দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে
রিপোর্ট বলছে, শেয়ারের পতনের সঙ্গে সঙ্গে ITC-র বাজার মূলধন কমে দাঁড়িয়েছে প্রায় ৪,৫৫,৯৯১ কোটি টাকা। শুক্রবার দিনের সর্বনিম্ন দর ছিল ৩৪৫.২৫ টাকা, আর ৫২ সপ্তাহের মধ্যে শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ৪৭১.৫০ টাকা। এই ব্যবধান থেকে স্পষ্ট হয়ে আসছে যে, স্টকটি কতটা ধাক্কা খেয়েছে।