শুধু মুস্তাফিজুরকে বাদ নয়, এবার টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর বাতিল করতে পারে BCCI

India Vs Bangladesh upcoming series update Team India Bangladesh Tour may cancel

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো সমালোচনা, বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। IPL থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি পেসারকে। তবে এখানেই থেমে থাকল না BCCI। জানা যাচ্ছে, মুস্তাফিজুরকে বিদায় দেওয়ার পর এবার নাকি চলতি বছরের বাংলাদেশ সফরও (India Vs Bangladesh) স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বোর্ডের তরফে জানানো হচ্ছে, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ নির্ভর করছে ভারত সরকারের উপর।

বাংলাদেশের স্বপ্নে জল ঢালবে ভারত?

গত শুক্রবার, বুক ভর্তি আশা নিয়ে ক্রিকেট সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকায় অস্ট্রেলিয়া, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচীও ঘোষণা করা হয়। BCB র তরফে প্রকাশিত ওই সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এরপর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। ওয়ানডে সিরিজ শেষ হলে সময় সংখ্যক টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করত বাংলাদেশ বোর্ড।

অবশ্যই পড়ুন: ভেনেজুয়েলায় হামলা আমেরিকার, ‘প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছি’ দাবি ট্রাম্পের

টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর বাতিল করতে পারে BCCI

তবে ওপার বাংলার ক্রিকেট বোর্ড আশা করে বসে থাকলেও ভারতীয় প্লেয়াররা কি আদৌ বাংলাদেশ যাবেন? এমন প্রশ্নের উত্তরে অবশ্য BCCI এর একটি সূত্র জানাচ্ছে, রোহিত শর্মারা বাংলাদেশে খেলতে যাবেন কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। ভারতীয় দলের বাংলাদেশ সফরের আগে বোর্ড অবশ্যই সরকারের কাছে অনুমতি চাইবে। যদি সরকার সেই পরিস্থিতি খতিয়ে দেখে অনুমতি দেয় তবেই ওপার বাংলায় খেলতে যাবে টিম ইন্ডিয়া। যদিও ক্রিকেট মহলের একটা বড় অংশের দাবি, বাংলাদেশে গিয়ে ভারতীয়দের ক্রিকেট খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মুস্তাফিজুরকে বাদ দিয়ে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে BCCI।

অবশ্যই পড়ুন: এবারেও বাদ শামি, ফিরলেন আইয়ার! কিউই সিরিজের দল ঘোষণা BCCI-র

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, পরবর্তীতে পরিস্থিতি যাই হোক না কেন বিরাট কোনও চমৎকার না ঘটলে ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে যাবেন না। এ প্রসঙ্গে একই মত বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারেরও। সবচেয়ে বড় কথা, ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশকে আলাদা চোখে দেখছে না। সূত্রের দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে, আগামী দিনে পাকিস্তানের মতোই বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলাটা পুরোপুরি বন্ধ করে দেবে ভারত!

Leave a Comment