২৯২ কোটির অর্ডার দিয়েছে ভারতীয় সেনা, এই সংস্থার স্টকে টাকা রেখে কামিয়ে নিন!

Best Stock To Invest you can earn more money by investing in this stock

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ার মার্কেটে ব্যাপক ঝড় তুলেছে বেশ কয়েকটি স্টক। বুদ্ধি করে, যাঁরা সেইসব স্টকে টাকা রেখেছিলেন (Stock To Invest) তাঁদের আজ পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, 2025 এর শেষ দিকেও যেসব স্টক একপ্রকার হামাগুড়ি দিচ্ছিল তারা আজকের দিনে বড় লাফ দিয়েছে। তবে সেইসব স্টকে টাকা না রেখে থাকলে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। এই মুহূর্তে শেয়ার মার্কেটে এমন কিছু স্টক রয়েছে যেগুলি খুব শীঘ্রই বড় রিটার্ন দিতে পারে। তেমনই একটি স্টকের খোঁজ রইলো আজকের প্রতিবেদনে। সবচেয়ে বড় কথা, এই স্টকের মালিকানাধীন সংস্থাটি শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে বিরাট অর্ডার পেয়েছে।

এই স্টকে টাকা রেখে কামিয়ে নিতে পারবেন বিনিয়োগকারীরা!

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা NIBE LIMITED ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় জানিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার তারা ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে 292.69 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। আর এই খবরের পরই সংস্থাটি স্টকের দাম একপ্রকার লাফিয়ে বেড়েছে। না বললেই নয়, গতকাল শেয়ার মার্কেট খোলার সময় এই সংস্থার একটি স্টকের দাম ছিল 1179.95 টাকা।

অবশ্যই পড়ুন: নাম রয়েছে ১৮ জনের, রাজ্যে ১৪৫ কোটির কেলেঙ্কারিতে চার্জশিট দিল ইডি

তবে প্রতিরক্ষা সংস্থাটি নিজেদের নতুন অর্ডারের কথা প্রকাশ্যে আনতেই ইন্ট্রা ডে তে ওই স্টকের দাম পৌঁছে যায় 1249 টাকায়। যদিও পরবর্তীতে শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত BSE তে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 1237 টাকা। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী এই স্টকে আস্থা রাখছেন। তাঁদের দাবি, নতুন অর্ডার পাওয়ার পর এই স্টকের দাম প্রায় 10 শতাংশ বেড়েছে। তাই আগামী দিনেও এই স্টক বড় রিটার্ন দেবে।

বলাই বাহুল্য, NIBE LIMITED গত দু বছরে বিনিয়োগকারীদের 87 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে তিন বছরে পৌঁছে এই কোম্পানির স্টকের রিটার্নের পরিমাণ গিয়ে দাঁড়ায় 205 শতাংশে। সবচেয়ে বড় কথা, দীর্ঘ 5 বছরের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের এক ধাক্কায় 8162 শতাংশ রিটার্ন প্রদান করেছে। 52 সপ্তাহের মধ্যে এই স্টকের দাম সর্বোচ্চ 2000.35 টাকায় পৌঁছেছিল।

অবশ্যই পড়ুন: “ছেড়ে দিলে……”, IPL থেকে বাদ পড়েই মুখ খুললেন মুস্তাফিজুর রহমান

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা NIBE ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে রকেট লঞ্চারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ইএসপি, গোলাবারুদ উৎপাদন ও সরবরাহের কাজ পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, 292 কোটি 69 লাখ টাকার চুক্তিতে আগামী 12 মাস অর্থাৎ এক বছরের মধ্যে চুক্তির প্রয়োজনীয় গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে হবে তাদের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment