সহেলি মিত্র, কলকাতা: হাড় কাঁপানো ঠান্ডায় কাহিল অবস্থা পাহাড় থেকে সমতলের মানুষের। দক্ষিণবঙ্গে সামান্য পারদ চড়লেও ঠান্ডার দাপট কিন্তু বজায় রয়েছে। অন্তত পশ্চিমের জেলাগুলিতে এখনো ভালো ঠান্ডা অনুভব করতে পারছেন মানুষ। সেইসঙ্গে সর্বত্রই রয়েছে ঘন কুয়াশার দাপট। তবে আপনিও কি দক্ষিণবঙ্গে শীত কমে গিয়েছে বলে দুঃখ করছেন? তাহলে দাঁড়ান, এখনই মুষড়ে পড়ার কিছু হয়নি। এর কারণ নতুন সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ইউটার্ন মারবে। আর তার আভাস আজ রবিবার সকাল থেকেই মিলতে শুরু করেছে বটে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও ঠান্ডার দাপট রয়েছে বটে। সেইসঙ্গে ভোরের দিকে ব্যাপক কুয়াশাও ছিল। যাইহোক চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজও জেলায় জেলায় থাকবে উত্তরে হাওয়ার দাপট। জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় শীত ও কুয়াশার দাপট ভালো লক্ষ্য করা যাবে। সেইসঙ্গে বেশি শীত থাকতে পারে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায়।
আরও পড়ুনঃ পাকিস্তানের বন্ধু তুর্কিকে শায়েস্তা করতে ভারতের থেকে সাঁজোয়া গাড়ি কিনতে পারে গ্রিস
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে আরও কিছুটা কমে আসতে চলেছে তাপমাত্রা। সঙ্গে ভোরের দিকে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব দেখা যাবে। যে কারণে যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আজ আবার দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাত বা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে যান চলাচলেও সমস্যা দেখা দেবে , যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাত্রায়। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অনেকটাই কমে এসেছে। এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টাতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কাছাকাছি লক্ষ্য করা যাবে।