সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে এবার নতুন উত্তেজনা। ভেনেজুয়েলের রাজধানী কারাকাস সহ একাধিক এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর পর বিস্ফোরক দাবি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানালেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর পরিবারকে বন্দি করেছে মার্কিন সেনা। আর ইতিমধ্যেই তাঁদেরকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই অভিযানের পিছনে রয়েছে মার্কিন সেনার সবথেকে গোপন বাহিনী ডেল্টা ফোর্স।
কীভাবে ধরা পড়েছেন মাদুরো?
শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সেনার বিশেষ ইউনিট সফলভাবে মাদুরো এবং তাঁর পরিবারের সদস্যদেরকে আটক করেছে। কিন্তু ভেনেজুয়েলার তরফে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ডেলসি রদ্রিগেজ স্পষ্ট বলেছেন, প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীর কোনও খোঁজ নেই। আমরা নিশ্চিত হতে চাই যে তাঁরা আদৌ জীবিত রয়েছে কিনা। এদিকে মার্কিন প্রশাসনের দাবি, এই অভিযান চালিয়েছে ইউনাইটেড স্টেট আর্মি ডেল্টা ফোর্স, যারা অতীতে বিশ্বের নানা প্রান্তে শীর্ষ সন্ত্রাসবাদী এবং রাষ্ট্রনেতাদেরকে ধরার অভিযানের সফল হয়েছে।
কি এই ডেলটা ফোর্স?
বলে রাখি, ডেল্টা ফোর্সের সরকারি নাম First Special Forces Operational Detachment–Delta (1st SFOD-D)। এটি মার্কিন সেনার জয়েন্ট স্পেশাল অপারেশন্সের আওতায় থাকা একটি টায়ার-1 স্পেশাল মিশন ইউনিট। এই ইউনিটের প্রধান কাজ হল শত্রু এলাকায় ঢুকে গোপন অভিযান চালানো, শীর্ষ সন্ত্রাসবাদীদেরকে হত্যা করা বা আটক করা এবং মিশনগুলিকে পরিপূর্ণ করা, যার খবর অনেক সময় মার্কিন কংগ্রেসও জানে না। আর বিশ্বের সবথেকে গোপন প্রাণঘাতী বাহিনীগুলির মধ্যে ডেল্টা ফোর্স অন্যতম।
আরও পড়ুন: মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে পতন, সস্তা হল রুপোও! আজকের রেট
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ডেল্টা ফোর্স গঠিত হয় 1970 এর দশকের শেষ দিকে। আর এই ইউনিট ব্রিটেনের বিখ্যাত স্পেশাল এয়ার সার্ভিসের আদলে তৈরি করা হয়েছিল। এদের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ দমন করা, টার্গেটগুলিকে নির্ভুলভাবে আঘাত করা এবং শত্রু ভূখণ্ডে নিঃশব্দে অভিযান চালানো।
ডেল্টা ফোর্সের বড় বড় অভিযান
ডেল্টা ফোর্সের ঝুলিতে রয়েছে একাধিক আলোচিত অভিযান। প্রথমত, 2009 সালে আবু বকর আল-বাগদাদীকে হত্যা করার অভিযানে ডেল্টা ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যে অভিযান বিশ্বজুড়ে প্রশংসিত হয়। দ্বিতীয়ত, ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে জীবিত অবস্থায় আটক করে অভিযান চালিয়েছিল ডেল্টা ফোর্স। সেই কারণে এই ডেল্টা ফোর্সকে আমেরিকার শেষ অস্ত্র বলেও মনে করা হয়।
আরও পড়ুন: 108MP ক্যামেরা, ১২ হাজারের কমে সেরা দু’দুটি স্মার্টফোন
তবে মাদুরোকে ধরার দাবি করে ট্রাম্প বলেছেন, এটি ছিল পরিকল্পিত ও সাহসী অভিযান। আর আমাদের সেনারা সেক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। যদিও এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবির সত্যতা যাচাই করা হয়নি।