সৌভিক মুখার্জী, কলকাতা: তোলপাড় বিশ্ব রাজনীতির পারদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় এবার সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বসল উত্তর কোরিয়া। দেশের সর্বোচ্চ নেতা কিম জং ওন স্পষ্ট জানালেন, “আমার বন্ধু মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নাহলে এর ফল গোটা বিশ্বকে ভোগ করতে হবে (Kim Jong Un on America)।”
তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিমের
মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ভয়ঙ্কর বলেই আখ্যা দিচ্ছেন কিম জং। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনা শুধুমাত্র ভেনিজুয়েলা ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। উত্তর কোরিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, নিকোলাস মাদুরো ও তাঁদের দীর্ঘদিনের বন্ধু এমন একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা আন্তর্জাতিক নিয়মের সম্পূর্ণ লঙ্ঘন। সেই সূত্রে কিম জং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকান নেতৃত্বকে অবিলম্বে মাদুরোর অবস্থা সম্পর্কে জনসমক্ষে জানানোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: এবার জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার!
এদিকে এই ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে রাশিয়াও। রুশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপ সশস্ত্র আগ্রাসন। আর এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। রাশিয়া দাবি করছে, আমেরিকার অভিযোগগুলির কোনও বাস্তব ভিত্তি নেই। এটি শত্রুতারই ফল। মস্কো সমস্ত পক্ষকে সংযত থাকার আবেদন জানিয়েছে এবং আলোচনার মাধ্যমেই তা সমাধানের পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বড় আপডেট
বলাবাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থাতে এই মামলাকে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি স্পষ্ট জানিয়েছেন, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগের তালিকায় রয়েছে কোকেন পাচার থেকে শুরু করে নার্কো-টেররিজম ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমনকি মেশিন গানের মতো অস্ত্র রাখার অভিযোগ। এদিকে অভিযোগ দায়ের করার সময় কারাকাসে আমেরিকার বিমান হামলার ঘটনাও ঘটে বলে রিপোর্ট অনুযায়ী খবর।