পদ ছাড়তেই আরজি কর হাসপাতালে পোস্টিং, আমি নোটিশ পাইনি! বললেন অনিকেত

Aniket Mahato

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার প্রথমে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পোস্টিং দেয়নি আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর (Aniket Mahato)। শীর্ষ আদালতের দেওয়া নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায় রাজ্য সরকারের। এই আবহে অনিকেত শুক্রবার সাংবাদিক বৈঠক করে সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলেছিলেন রাজ্য সরকার তাঁর ডাক্তারি জীবনকে সত্যিকারের খুনের মতো পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে। আর এই ঘোষণার পরই এবার আরজি কর হাসপাতালেই পোস্টিং পেলেন অনিকেত মাহাতো।

আরজি কর হাসপাতালে পোস্টিং অনিকেতের

অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসেই খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সব শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে শীর্ষ আদালতও বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমতাবস্থায় শুক্রবার অনিকেত মাহাতো, সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই গতকাল অর্থাৎ শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্টিংয়ের নোটিফিকেশন প্রকাশ্যে আসে। যদিও স্বাস্থ্য দফতরের যে নোটিফিকেশন দিয়েছিল তাতে ৩১ ডিসেম্বর ২০২৫ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অনিকেতের এই পোস্টিং জয় হিসেবেই দেখছে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে পতন, সস্তা হল রুপোও! আজকের রেট

বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের

অনিকেতের এই পোস্টিং জয় প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, “ প্রতিহিংসামূলক ও বেআইনি পোস্টিং পরিবর্তনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর আন্দোলনের জয়!” এছাড়াও তাঁরা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, অনিকেত মাহাতোকে তার প্রাপ্য পোস্টিংয়ের জায়গা আর জি কর মেডিকেল কলেজে জয়েনিং অর্ডার না দেওয়ায় রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল তাঁরা। এমনকি নোটিশে উল্লিখিত তারিখ দেখেও যে তাঁরা বেশ হতবাক সেই কোথাও প্রকাশ্যে তুলে ধরেছে। তাঁদের মতে, “এই জয় কেবল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নয়, এ জয় আপামর গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধিসম্পন্ন মানুষের জয় যারা প্রথম দিন থেকে এই সরকারের এই প্রতিহিংসামূলক ও তুঘলকি আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।”

আরও পড়ুন: হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বড় আপডেট

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ আসফাকুল্লা নাইয়া এর পোস্টিং নিয়েও কথা বলেন। তাঁদের বিজ্ঞপ্তিতে জনাব হয়, “ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ আসফাকুল্লা নাইয়া এর পোস্টিং পরিবর্তন সংক্রান্ত মামলাটিও হাইকোর্টের বিশ্বজিৎ বসুর বেঞ্চে নির্ধারিত ছিল , কিন্তু গত ০২.০১.২৬ তারিখে তিনি অবসর গ্রহণ করেছেন, এর পর এই মামলার শুনানি কোন বেঞ্চে চলবে তার আপডেট আমরা জানতে পারলেই সকলকে অবগত করব। সব শেষে বলার, যে কোনও জুনিয়র ডাক্তার এর উপর সরকার কোনো প্রতিহিংসামূলক ও বেআইনি কোনও আক্রমণ নামিয়ে আনলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতভাবে তার বিরুদ্ধে লড়বে, অথবা তার লড়াইয়ের পাশে সর্বোচ্চ ভাবে থাকবে।”

আমি নোটিশ পাইনি! জানালেন অনিকেত

যদিও শনিবার বিকেলে অনিকেত মাহাতো জানিয়েছেন, “আমি নিজে নিয়োগ সংক্রান্ত কোনও নোটিস পাইনি। আমার বাড়িতেও কোনও নোটিস যায়নি।” এদিকে অনিকেত জানিয়েছেন, শনিবারই তিনি সন্ধেবেলা স্বাস্থ‌্য শিক্ষা অধিকর্তাকে জানিয়ে দিয়েছেন, তিনি সিনিয়র রেসিডেন্টশিপ করতে ইচ্ছুক নন। আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় অনিকেতকে আরজি করে ন্যায্য পোস্টিং দেওয়ার সরকারি অর্ডার ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment