এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে

Vande Bharat Sleeper

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথমবার দেশে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) পরিষেবায় নামতে চলেছে আগামী ১৭ কিংবা ১৮  জানুয়ারি। হ্যাঁ, হাওড়া থেকে গুয়াহাটি রুটের মধ্যে থেকে চলবে এই নতুন হাই-স্পিড ট্রেন। জানা গিয়েছে, এই অত্যাধুনিক ট্রেনটি BEML দ্বারা নির্মিত। আর এর প্রযুক্তি রেলওয়ে উৎপাদন ইউনিট ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF থেকে এসেছে। এমনকি এই ট্রেনে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলতে পারে। তবে প্রশ্ন জাগতেই পারে, বন্দে ভারত স্লিপারের একটি কোচের দাম কত?

বন্দে ভারত স্লিপারে মোট কয়টি কোচ রয়েছে?

বলে রাখি, বর্তমানে বন্দে ভারত ট্রেন দেশে ২০টি কোচ নিয়ে চলাচল করে। কিন্তু রেলমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি কোচ হবে এসি-৩ টায়ার, ৪টি কোচ হবে এসি-২ টায়ার এবং ১টি কোচ থাকবে ফার্স্ট এসি। এদিকে ট্রেনে মোট ৮২৩ জন একবারে যাতায়াত করতে পারবে, যার মধ্যে ৬১১ জন এসি-৩ টায়ারে, ১৮৮ জন এসি-২ টায়ারে এবং ২৪ জন ফার্স্ট এসিতে যাতায়াত করবে।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে তিনদিন বাতিল ২০ লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

বন্দে ভারত স্লিপারের দাম কত?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি কোচের দাম আনুমানিক মোটামুটি ৮ থেকে ৮.৫ কোটি টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, এই খরচ মেট্রো রেল কোচের তুলনায় অনেকটাই কম। কারণ, একটি মেট্রো রেলের কোচ তৈরি করতে সাধারণত ১০ থেকে ১০.৫ কোটি টাকা খরচ হয়, যার তুলনায় অনেকটাই কম।

এদিকে এই ট্রেনটি ঘন্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে চলতে পারবে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এত দ্রুত গতিতে চলার জন্য কোনও রুট তৈরি করা হয়নি। এমনকি হাওড়া-গুয়াহাটি স্লিপার ট্রেনের এত গতি থাকবে না বলেই অনুমান করছে বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, ওই ট্রেনের গড় গতি হতে পারে ঘন্টায় ৬৬ কিলোমিটার। এমনকি ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর ড্রাইভারের কেবিনে থাকবে উন্নত নিয়ন্ত্রণ আর সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি ট্রেনটির বাহ্যিক চেহারা থাকবে অ্যারোডাইনামিক এবং বাইরের দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলবে ও বন্ধ হবে।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের পর বাংলায় অমৃত ভারত এক্সপ্রেস দিতে চলেছে রেল, কোন রুটে চলবে?

এদিকে রেল মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই ট্রেনটিতে যাত্রীদের জন্য আরামদায়ক বার্থ দেওয়া হবে। আর এই বার্থগুলোতে অত্যাধুনিক নকশা রয়েছে। অর্থাৎ, যাত্রীরা অন্যান্য বার্থের তুলনায় আরও বেশি আরাম উপভোগ করতে পারবে। ফলে রাতের যাত্রা হবে আরও আরামদায়ক। তাছাড়া ট্রেনটিতে রয়েছে আধুনিক সব ফিচার্স। বর্তমানে বিভিন্ন পর্যায়ে দেশে মোট ২০০টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হচ্ছে। আর ২০২৬ সালের মধ্যে কমপক্ষে ১২টি বন্দে ভারত স্লিপার পরিষেবায় নামবে বলেই রিপোর্ট।

Leave a Comment