বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই খারাপ খবর! 2026 এর চতুর্থ দিন অর্থাৎ আজ সকাল হতেই ময়দানে নেমে এলো শোকের ছায়া! মৃত্যু হয়েছে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ছেলে বছর 31 এর প্রণজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Bengali Footballer Son Death)। কিংবদন্তি ফুটবলারের সন্তানের মৃত্যুতে শোকে ভেসেছেন ভারতীয় ফুটবলের সাথে যুক্ত সিংহভাগই! শোক নেমেছে নেট পাড়াতেও।
কীভাবে মৃত্যু হল প্রণজিতের?
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন বাঙালি ফুটবলারের ছেলে প্রণজিত। পরিবার সূত্রে খবর, প্রায় 4 বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তাঁর। আর তারপর থেকেই বাড়ি-হাসপাতাল করতে হয়েছে পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, কলকাতার মল্লিক বাজারের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল প্রাক্তন বাঙালি ফুটবলের ছেলের। এই অপারেশনের পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। নিয়মিত অফিসেও যাতায়াত করতেন প্রণজিত।
অবশ্যই পড়ুন: এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে
সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরেছেন এমন সময় গতবছর অর্থাৎ 2025 এর গোড়ার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় চেন্নাইয়ের হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন প্রাক্তন ফুটবলারের সন্তান। তবে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর। এরপর চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ছেলে। তাতে শোকস্তব্ধ গোটা পরিবার। ময়দানেও নেমেছে শোকের কালো ছায়া।
অবশ্যই পড়ুন: ভারতের ১০ হাজার টাকা ভেনেজুয়েলায় কত? জানালে চমকে যেতে পারেন
উল্লেখ্য, 1984 র এশিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। ভারতের গুটিকয়েক খেলোয়াড়দের মধ্যে তিনি একজন যাঁরা জাতীয় দলে খেলার পাশাপাশি ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এমনকি মহামেডান দলের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং শিরোপা জিতেছেন। তবে ফুটবল কেরিয়ারের শুরুটা কালীঘাটের জার্সি দিয়ে করেছিলেন প্রশান্ত বাবু। সালটা 1975। তার ঠিক পরের বছর ইস্টবেঙ্গলে যোগদান তিনি। লাল হলুদে অধিনায়কত্বও করেছেন একটানা। এরপর একে একে ময়দানের বাকি দুই প্রধানের হয়েও মাঠে দাপট দেখিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।