কাঁটা জয় শাহ, ভারতে বিশ্বকাপ খেলতে আসতেই হবে বাংলাদেশকে!

Bangladesh National Cricket Team may have to come India for T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের ফাটল আরও কিছুটা চওড়া হল! ফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় একপ্রকার হুমকি দিচ্ছে বাংলাদেশ (Bangladesh National Cricket Team)। ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না টাইগাররা। আপাতত এমনটাই নাকি সিদ্ধান্ত ওপার বাংলার ক্রিকেট বোর্ডের। এরই মাঝে শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে ঠিকই তবে ওই চিঠিতে ভারত থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন থাকবে না! প্রশ্ন ওঠে, তাহলে শেষ পর্যন্ত ভারতের কাছে হার মেনে বাধ্য হলো বাংলাদেশ?

ভারতে খেলতে আসতেই হবে বাংলাদেশি প্লেয়ারদের?

শনিবার থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে চটে রয়েছে ওপার বাংলার ক্রিকেটপ্রেমীরা। রবিবার সকাল হতেই খবর আসে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো শক্তিশালী এবং ধনী ক্রিকেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই ওপার বাংলার ক্রিকেট বোর্ডের। তাই সেটা মেনে নিয়েই ভারতে বিশ্বকাপের দল পাঠাতে চাইছে না বাংলাদেশ। এক কথায়, খেলোয়াড়দের নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে দল পাঠাতে নারাজ ওপার বাংলার ক্রিকেট বোর্ড! এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, “বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্বেও ভারতের লিগে খেলতে পারলেন না, সেখানে বাংলাদেশের একটা গোটা টিম কীভাবে ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করবে!”

অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, সপাটে জবাব দিল BCCI!

শোনা গিয়েছিল, ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ICC র কাছে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন জানাবে না BCB। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে, এত অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের ম্যাচের স্থান বদল সম্ভব নয়। তাছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। কাজেই ইচ্ছে থাকলেও উপায় নেই অবস্থা বাংলাদেশের!

অবশ্যই পড়ুন: অবশেষে স্বস্তির খবর! ISL আয়োজন করছে খোদ ফেডারেশন, কবে দিনক্ষণ ঘোষণা?

সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত কি তাহলে ভারতেই বিশ্বকাপ খেলতে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের? এ নিয়ে বোর্ডের একটি সূত্র ইতিমধ্যেই জানিয়েছে, “যে কেউ চাইলেই ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচের ভেন্যু বদলে যাবে না। বাংলাদেশের ম্যাচের যে স্থান তা বদলানো এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়।” কাজেই বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং BCCI এই দুই জায়গায় না শোনার পর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশের টাইগারদের। এখন দেখার শেষ পর্যন্ত বিতর্কের জল কোন দিকে গড়ায়!

Leave a Comment