মুস্তাফিজের বিকল্প হিসেবে KKR-র তালিকায় এই ৮ বোলার

Mustafizur Rahman Substitute Bowler In KKR For IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 9 কোটি 20 লাখ খরচ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনাই যেন কাল হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তীব্র বিতর্কের মুখে BCCI এর নির্দেশ মেনে শেষ পর্যন্ত ওপার বাংলার এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। তবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এ ফিজের বিকল্প (Mustafizur Rahman Substitute) কে হবেন তা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। নাইট শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, 8টি নাম। জানা যাচ্ছে, মুস্তাফিজের বিকল্প হিসেবে একাধিক বোলারকে নজরে রেখেছে কলকাতা। কারা তাঁরা?

মুস্তাফিজুরের বিকল্প হিসেবে উঠে আসছে এই বোলারদের নাম

গত বছর নিলাম টেবিল থেকে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে বাংলাদেশের মুস্তাফিজকে দলে নিয়ে আশায় বুক ভরেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত সেই খেলোয়াড় হাতছাড়া হওয়ায় আপাতত বিকল্প বোলারের খোঁজ করছে নাইট ম্যানেজমেন্ট। এরই মাঝে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ওপার বাংলার বোলারের যোগ্য বিকল্প হিসেবে কলকাতার নতুন বোলারের তালিকায় থাকতে পারেন বেশ কয়েকজন প্লেয়ার।

অবশ্যই পড়ুন: কাঁটা জয় শাহ, ভারতে বিশ্বকাপ খেলতে আসতেই হবে বাংলাদেশকে!

সেই তালিকায় প্রথমেই নাম আসতে পারে জেসন বহরেনডর্ফ এবং ফজলহক ফারুকীর। আসলে এই দুজনেই মুস্তাফিজুরের মতো বাঁহাতি বোলার। শুধু তাই নয়, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন এই দুই ক্রিকেটার। এই দুজনকে ছাড়াও কলকাতা নাইট রাইডার্স দলের নজরে রয়েছেন রিচার্ড গ্লিসন, রাইলি মেরেডিথ এবং নিউজিল্যান্ডের তারকা পেসার উইল ও রুর্ক। তরুণ উইল ও দলের হয়ে প্রায় সবদিক সামলাতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অবশ্যই পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ দল, বিরাট সিদ্ধান্ত BCB-র! রিপোর্ট

এছাড়াও বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য বাংলাদেশি পেসারের জায়গায় পুরনো স্পেন্সর জনসন, জোশুয়া লিটল, ঝাই রিচার্ডসনের মতো প্লেয়ারকে দলে নিয়ে নতুন সিজনের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে KKR। তবে, ক্রিকেট মহলের অনেকেই একথা স্বীকার করছেন যে, এবারের জন্য মুস্তাফিজুরের মতো বড় মাপের জোরে বোলারের যোগ্য বিকল্প পাওয়াটা আদতেই অসম্ভব।

Leave a Comment